ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ॥ প্রহসনের সালীস

প্রকাশিত: ১৯:৪৬, ১৯ জুলাই ২০১৬

মাদারীপুরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ॥ প্রহসনের সালীস

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের উত্তর খাকছাড়া গ্রামের এক হত দরিদ্র কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে এলাকায় কুৎসা ছড়াচ্ছে মহিবুল মাতুব্বর নামে এক বখাটে। ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রাম্য মাদবররা সালীস করে মহিবুলের সাথে নির্যাতিত কিশোরীর বিয়ে পড়ানোর নামে উল্টো ১লাখ টাকা যৌতুক দাবী করেছে নির্যাতিত পরিবারের কাছে। ঘটনার পর থেকে নির্যাতিত কিশোরী ভয়ে ও লজ্জায় ঘর থেকে বের হতে পারছে না। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের উত্তর খাকছাড়া গ্রামের এক হত দরিদ্র অসহায় কিশোরীকে (১৪) রাস্তায় একা পেয়ে টেনে হিচড়ে পাশের একটি ঝোপের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে মহিবুল মাতুব্বর (১৫) নামের এক বখাটে। কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে কিশোরীকে উদ্ধার করে। এসময় বখাটে পালিয়ে যায়। মহিবুল একই এলাকার সিদ্দিক মাতুব্বরের ছেলে এবং খামারবাড়ি আলীয়া মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র। গ্রামবাসীর দাবী, কিশোরী লাঞ্ছিত হয়েছে, তাই ওই ছেলের সাথেই এ মেয়ের বিয়ে দিতে হবে। গ্রামবাসীর দাবীর মুখে রবিবার গ্রাম্য মাদবররা সালীস মিমাংসায় বসে বখাটের পরিবারের পক্ষ নিয়ে ১ লাখ টাকা যৌতুক নির্ধারণ করে দেয় নির্যাতিত পরিবারের উপর। ১ লাখ টাকা যৌতুক দিলেই ঐ মেয়ের সাথে মহিবুলের বিয়ে পড়িয়ে দেওয়া হবে। এলাকাবাসী প্রহসনের সালীস প্রত্যাখান করে ঐ বখাটের দৃস্টান্তমূলক শাস্তির দাবী করেছে। । মঙ্গলবার সকালে লাঞ্ছিত কিশোরীর মা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমরা অসহায় আমাদের নুন আন্তে পান্তা ফুরায়। একবেলা খাবার জুটলেও আরেক বেলা অনাহারে থাকতে হয়। ও আমার মেয়ের ক্ষতি করতে না পেরে এখন এলাকায় কুৎসা রটাচ্ছে। ২ মাস আগে পাশের গ্রামের এক ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু বিয়ের আগে এ ঘটনা জানাজানি হলে তারা কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হবে ?’
×