ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত

প্রকাশিত: ১৮:৪০, ১৯ জুলাই ২০১৬

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম ওরফে মামুন (২২) নামে ছাত্র শিবিরের এক নেতা নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর-আড়–য়াকান্দি গ্রামের রাস্তার পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় ২ পুলিশ কনস্টেবল আহত হয়েছে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, ভোররাতে পুলিশের একটি টহল দল হাটগোপালপুর এলাকা থেকে ঝিনাইদহ শহরে ফিরছিল। পথিমধ্যে মধুপুর-আড়–য়াকান্দি গ্রামের রাস্তার পাশে পৌঁছালে দুবৃর্ত্তরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। সেসময় পুলিশও চালায় পাল্টা গুলি। উভয়পক্ষের মধ্যে ১০ মিনিট ধরে বন্দুবযুদ্ধ হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা হটে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ, ১টি শার্টার গান, ২ রাউন্ড গুলি ৫টি বোমা ও ৪ টি রামদা উদ্ধার করে। ভোররাতেই মৃতদেহটি ময়না ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সকালে পরিবারের পক্ষ থেকে মৃতদেহটি নিহত যুবক সাইফুল ইসলাম ওরফে মামুন বলে সনাক্ত করেন। বন্দুকযুদ্ধে আহত ফয়সাল ও সুমন নামে দুই পুলিশ কনস্টেবলকে সদর হাসপাতালে প্রাথসিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত সাইফুল ইসলাম ওরফে মামুন ইসলামী ছাত্র শিবিরের সাথী ও শৈলকুপা উপজেলার ভাটই অঞ্চলের সেক্রেটারী, সে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেতা বলে তিনি জানান।
×