ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে এসি বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ০৮:৫৫, ১৯ জুলাই ২০১৬

রাজধানীতে এসি বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে। উদ্ধার হয়েছে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ। তেজগাঁওয়ে সরকারী একটি প্রতিষ্ঠানে এসি বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে এলিফ্যান্ট রোডে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত (২৯) এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সোমবার সকালে বাটা সিগন্যালের সামনে রাস্তা পার হচ্ছিলেন। রবিবার গভীর রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি এলাকায় পিকআপের ধাক্কায় পলাশ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নারী শ্রমিকের লাশ ॥ রাজধানীর দক্ষিণখান থেকে সাবিহা আক্তার (২৬) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার ভোরে পুলিশ স্থানীয় কাওলার নয়াবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুই শ্রমিক দগ্ধ ॥ তেজগাঁওয়ের খামারবাড়ি এলাকায় সরকারী একটি প্রতিষ্ঠানে এসি বিস্ফোরণে নাদিম মাহমুদ (২৮) ও হাসান খান (২৪) নামে দুই ওয়ার্কশপ কর্মচারী দগ্ধ হয়েছেন। সোমবার বিকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, নাদিমের শরীরের ৮ ভাগ ও হাসানে ১৬ ভাগ পুড়ে গেছে। আহতরা জানান, বিকেলে খামারবাড়ি এলাকায় সরকারী একটি প্রতিষ্ঠানে এসি মেরামত করছিলেন তারা। এ সময় পরীক্ষামূলক এসি চালু করতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তারা দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে আনা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
×