ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ দেশবাসীকে খালেদা জিয়া বিভক্ত করছেন ॥ হানিফ

প্রকাশিত: ০৮:৫৪, ১৯ জুলাই ২০১৬

জঙ্গীবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ দেশবাসীকে খালেদা জিয়া বিভক্ত করছেন ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ নিজ দলের সন্ত্রাসীদের তালিকা সরকারকে দিয়ে সহায়তা করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, দেশের প্রত্যেকটি সন্ত্রাসী ঘটনার পেছনে কোন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন নয়, বিএনপি জামায়াতের নেতাকর্মীরাই জড়িত। জঙ্গীবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ দেশবাসীকে বিএনপি নেত্রী বিভক্ত করার ষড়যন্ত্র করছেন। সোমবার সকালে গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক বর্ধিত সভায় তিনি আরও বলেন, খালেদা জিয়া যদি সত্যিকার অর্থেই সংলাপ চান, জঙ্গী দমনে সরকারকে সহায়তা করতে চান- তবে তার দল ও জোটের মধ্যে যে সকল সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী আছে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ সন্ত্রাসী লালনকারী কোন দল বা জোটের সঙ্গে কোন প্রকার সংলাপ দেশবাসী দেখতে চায় না। আর আমরাও এটি করব না। হানিফ আরও বলেন, দেশবাসী আজ সন্ত্রাস-জঙ্গীবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কিন্তু সেই ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার চক্রান্ত চলছে। আর এ ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। বিএনপি নেত্রীর উদ্দেশে তিনি বলেন, দল ও জোটের মধ্যে থাকা যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের তালিকা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। তাহলে সরকার জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে শতভাগ সফল হবে। এর জন্য ঘটা করে বৈঠক করার প্রয়োজন নেই। তিনি বলেন, খালেদা জিয়া সন্ত্রাসীদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে না দিলে দেশবাসী মনে করবে, ঐক্যের কথা বলে প্রকারান্তরে খালেদা জিয়া সন্ত্রাসীদের রক্ষার চেষ্টা করছেন। সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটিতে প্রসঙ্গে হানিফ বলেন, আমরা চাই না বিএনপি-জামায়াতের কোন ব্যক্তি এ কমিটিতে থাকুক। তারা যেন এ কমিটিতে ঢুকে তাদের সন্ত্রাসীদের রক্ষা করার সুযোগ না পায়, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অব.) ফারুক খান এমপি, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ। মূলত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সকল থানা-ওয়ার্ডে জঙ্গীবাদবিরোধী কমিটি গঠনের লক্ষ্যেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়। দ্রুত এ সকল কমিটি গঠন করে তা জমা দেয়ার জন্য থানা ও ওয়ার্ড নেতাদের নির্দেশ দেয়া হয়।
×