ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন সিধু

প্রকাশিত: ০৮:৪১, ১৯ জুলাই ২০১৬

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন সিধু

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের রাজ্যসভা থেকে সোমবার পদত্যাগ করেছেন বিজেপি থেকে নির্বাচিত এমপি, সাবেক ক্রিকেট তারকা নভজ্যোৎ সিং সিধু। ধারণা করা হচ্ছে তিনি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে (এএপি) যোগ দেবেন। রাজ্যসভা থেকে পদত্যাগের কিছুক্ষণ আগে এনডিটিভিকে সিধু বলেন, ‘পাঞ্জাবের মানুষ পরিবর্তন চায়।’ সূত্র জানায়, ৫২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ও ধারাভাষ্যকার সিধু আম আদমি পার্টি থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আগামী কয়েকদিনের মধ্যে তিনি কেজরিওয়ালের সঙ্গে দেখা করবেন। সূত্রমতে, সিধুর স্ত্রী পাঞ্জাব বিধানসভার সদস্য নভজ্যোৎ কাউরও পদত্যাগ করতে পারেন। এর আগে তিনি ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরে তিনি মত পরিবর্তন করেন। পাঞ্জাবে এএপির পার্লামেন্টারিয়ান এবং দলের প্রচার প্রধান ভাগবন্ত মান বলেন, সিধু যদি আমাদের দলে যোগ দেন, তবে তাকে আমরা সাদরে গ্রহণ করব।
×