ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীঘ্রই জঙ্গীবিরোধী কনভেনশন করবে এফবিসিসিআই

প্রকাশিত: ০৮:২৯, ১৯ জুলাই ২০১৬

শীঘ্রই জঙ্গীবিরোধী কনভেনশন করবে এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ জঙ্গী বিরোধী কনভেনশন আয়োজন করতে যাচ্ছে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শীঘ্রই এ কনভেনশন করা হবে। সোমবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে দেখা করে এ কথা জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে জঙ্গীরা ১৭ বিদেশীকে হত্যা করে, যার মধ্যে নিহত জাপানীরা মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন, নিহত ইতালীয়দের অধিকাংশই তৈরি পোশাকের ক্রেতা। ওই হামলার পর দেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের অনেক ক্রেতা সফর স্থগিত করেছেন জানিয়ে ওই ঘটনার ও নেতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। তাই জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের দমনে সরকারকে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন তারা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জঙ্গীবাদের এই সমস্যা মোকাবেলায় নিজেদের তৎপরতার কথা জানান এফবিসিসিআই সভাপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতকালে এফবিসিসিআই সভাপতি বলেন, সাধারণ মানুষের মতো ব্যবসায়ীরাও সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ চায়। মাতলুব বলেন, অতি শীঘ্রই ঢাকায় ওই কনভেনশন আয়োজন করতে যাচ্ছেন তারা। তাতে সারাদেশের সব চেম্বার এবং ব্যবসায়ীরা এতে অংশ নেবে। এফবিসিসিআইর সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন মাতলুব। প্রেস সচিব বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বাইরে বেসরকারী খাতের ভূমিকার গুরুত্বের কথা তুলে ধরে রাষ্ট্রপতি কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান। এফবিসিসিআই নেতাদের সঙ্গে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান। আবদুল হামিদ নিজের জেলা কিশোরগঞ্জের কালিচাপড়া মিল এলাকায় শিল্প কারখানা স্থাপনে এফবিসিসিআই সভাপতির প্রতি আহ্বান জানান। সাক্ষাতের সময় কিশোরগঞ্জের ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ’কে নিজের প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে একটি এ্যাম্বুলেন্স উপহার দেন এফবিসিসিআই সভাপতি মাতলুব। দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখতে হবে ॥ এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি ও টাঙ্গাইল চেম্বারের সভাপতি আবুল কাশেম আহমেদ এক বিবৃতিতে জানিয়েছেন, অর্থনীতির সব সূচকে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন ফের যড়যন্ত্র শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ, অগ্রগতি এবং উন্নয়নের স্বার্থে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। ব্যবসায়ীরা যাতে ভয়ভীতির উর্ধে থেকে বাণিজ্যিক কর্মকা- চালাতে পারে সেজন্য জঙ্গী-সন্ত্রাসীবাদ কঠোরভাবে দমন করতে হবে। তিনি বলেন, দেশী-বিদেশী বিনিয়োগ যখন বাড়ছে তখন এ ধরনের ষড়যন্ত্র কাম্য হতে পারে না। দলমত নির্বিশেষে সকলকে এ সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসা প্রয়োজন। সন্তানরা কোথায় যায়, কি করে সেই সব বিষয়েও বাবা-মাকে খোঁজ খবর রাখতে হবে।
×