ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাভারে ভুল অপারেশনে রোগী মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৮:২৭, ১৯ জুলাই ২০১৬

সাভারে ভুল অপারেশনে রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ জুলাই ॥ সাভারে একটি বেসরকারী ক্লিনিকে মিতু আক্তার (২৫) নামে এক গৃহবধূর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে থানা রোড এলাকায় মুক্তি ক্লিনিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার বিকেলে বিরুলিয়া ইউনিয়নের কৃষক আব্দুল আসাদের স্ত্রী মিতু আক্তার প্রচ- বুক ব্যথা নিয়ে থানা রোড এলাকায় ‘মুক্তি ক্লিনিকে’ ভর্তি হন। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকরা ওই গৃহবধূর পিত্তথলিতে পাথর হয়েছে, এজন্য তাকে অপারেশন করতে হবে বলে আত্মীয়দের জানায়। সোমবার রাতে গৃহবধূকে ভুল অপারেশন করান মুক্তি ক্লিনিকের সার্জারি ডাঃ কাজী সোহেল ইকবাল। এতে গৃহবধূ মিতু সঙ্গে সঙ্গে মারা যান। পরে ওই চিকিৎসক অপারেশন রুমে গৃহবধূর লাশ রেখে ক্লিনিক থেকে পালিয়ে যান। রোগীর স্বজনরা বিষয়টি টের পেয়ে অপারেশন রুমে গিয়ে ওই গৃহবধূর মৃতদেহ দেখতে পেয়ে ক্লিনিকে ভাংচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্লিনিকের সব চিকিৎসক ও নার্স কৌশলে পালিয়ে গেলেও আবুল কালাম আজাদ নামে এক ওয়ার্ডবয়কে আটক করে পুলিশ। সাকিব ও আতিক নামে ওই গৃহবধূর দুটি সন্তান রয়েছে।
×