ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোকেন মামলায় আপীল বিভাগেও জামিন হলো না নূর মোহাম্মাদের

প্রকাশিত: ০৮:১৪, ১৯ জুলাই ২০১৬

কোকেন মামলায়  আপীল বিভাগেও জামিন হলো না নূর মোহাম্মাদের

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের মামলায় খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। অন্যদিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। কোকেন আটকের মামলায় নূর মোহাম্মদকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে জামিন প্রশ্নে জারিকৃত রুল নিষ্পত্তির জন্য মামলার উভয়পক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। আসলাম চৌধুরী ॥ রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় আসলাম চৌধুরীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবীর ও সহকারী এ্যাটর্নি জেনারেল মোঃ শহীদুল ইসলাম খান।
×