ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খন্দকার জিয়া হাসান

ল্যাঙ্গুয়েজ কর্নার

প্রকাশিত: ০৭:৩১, ১৯ জুলাই ২০১৬

ল্যাঙ্গুয়েজ কর্নার

একটি দূতাবাসের ইংরেজি শিক্ষক TESL Certified English Trainer (UK) www.ziahasan.com পর্ব: ১৭৫ Banking and money vocabulary (Part 2) অর্থ ও ব্যাংকিং সংক্রান্ত আলোচনার এটি দ্বিতিয় পর্ব। আশা করি কাজে লাগবে। আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, যে কোন নতুন শব্দ মনে রাখার উপায় হল শেখার পর তা বার বার ব্যাবহার করা। শব্দের সাথে দেয়া উদাহরণের মত আরো কিছু বাক্য নিজেই তৈরি করুন। Credit card প্লাস্টিকের তৈরি একটি কার্ড যা মূল্য পরিশোধের উপায় হিসেবে ব্যাবহৃত হয়। নগদ টাকার বদলে এই কার্ড ব্যাবহার করা হয় যার পরবর্তী ধাপে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সমপরিমান টাকা কেটে নেয়া হয়। বিভিন্ন শপিং মলে এখন চঙঝ (Point Of Sale) মেশিনের মাধ্যমে এই সুবিধা প্রদান করা হয়। Example: Credit cards are swiped through a POS machine to make the transaction. Debit কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোলা টাকার পরিমাণ। Example: The account was in debit at the end of the month (অর্থ্যাৎ, সে সময়ে অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ছিল তার চাইতে বেশি টাকা খরচ করা হয়েছে). Deposit (US) / pay in (UK) কোন ব্যাংক টাকা জমা দেয়া বা রাখা। Example: If you go to the bank, will you deposit these checks for me? Interest ১। ব্যাংক থেকে টাকা ধার করলে ব্যাংক যে টাকা সুদ হিসেবে চার্জ করে। Example: I got a loan with an interest rate of 10%. ২। ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক একটি নির্দিষ্ট হারে কাস্টমারকে টাকা প্রদান করে, এটিও এক ধরণের ইন্টারেস্ট। Example: You should put the money in a savings account where it will earn interest. Loan কোন অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে টাকা ধার করা। Example: She's trying to get a $100 000 loan to start her own business. Payee যাকে টাকা প্রদান করা হয় বা করার কথা। Example: Before depositing the check, make sure the payeeÕs name is correct. Savings account (US) / deposit account (UK) এটি ব্যাংক অ্যাকাউন্ট যেখানে মানুষ দীর্ঘ সময়ের জন্য টাকা জমা রাখে। Example: What is the rate of interest for savings account here? Withdraw/draw কোন অ্যাকাউন্ট থেকে টাকা তোলা। Example: I have to draw some money before going to the trip. Quote on life: `An investment in knowledge pays the best interest.Ó ~Benjamin Franklin. প্রিয় পাঠক, ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে।
×