ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দ্রুততম ডাবল সেঞ্চুরি

উনিশেই এমন রেকর্ড

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ জুলাই ২০১৬

উনিশেই এমন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৯ বছর বয়সেই দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন এ্যানিউরিন ডোনাল্ড। রবিবার ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লামারগনের হয়ে ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন রেকর্ড ছোঁয়া এই ইনিংস। প্রতিপক্ষ ডার্বিশায়ারের বোলারদের নাকের পানি চোখের পানি এক করে ডাবল সেঞ্চুরি করেছেন ১২৩ বলে! এর মধ্য দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন ইংলিশ-প্রতিভা। ১৯৮৫ সালে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে বারোদার বিপক্ষে ১২৩ বলেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাবেক ভারতীয় তারকা রবি শাস্ত্রী। ডোনাল্ডের ইনিংসের শুরুতে তা বের ইঙ্গিত ছিল না। ৪৭ বলে হাফ সেঞ্চুরি। সেখান থেকে ৮০ বলে পূর্ণ করেছেন সেঞ্চুরি। পরের এক শ’ করতে খেলেছেন মাত্র ৪৩ বল! সেঞ্চুরি, দেড় শ’ ও ডাবল সেঞ্চুরি, সব মাইলফলক ছুঁয়েছেন ছক্কা মেরে। আউট হওয়ার আগে ২৬ চার ও ১৫ ছক্কায় ১৩৬ বলে করেছেন ২৩৪। তার একটি ছক্কা মাঠের বাইরে রাস্তায় চলন্ত গাড়ির কাচ ভেঙে দেয়! লিচেস্টারেই থাকছেন ভার্ডি স্পোর্টস রিপোর্টার ॥ লিচেস্টার সিটিকে গত মৌসুমে রূপকথার সাফল্য উপহার দেয়ার অন্যতম কারিগর জিমি ভার্ডি। তারকা এই স্ট্রাইকার ইংলিশ প্রিমিয়ার লীগে দলকে শিরোপা জেতানোর পথে ছিলেন অপ্রতিরোধ্য। সঙ্গতকারণেই তারকা এই স্ট্রাইকারকে পেতে অনেক ক্লাবই চেষ্টা-তদ্বির করতে থাকে। তবে দলটির কোচ ক্লাউডিও রানিয়েরি জানিয়েছেন, ভার্ডি লিচেস্টারেই থাকছেন। লিচেস্টার সিটি কোচ রানিয়েরি বলেন, এটা দারুণ একটা ব্যাপার। ভার্ডি আর্সেনালে যেতে পারত। সেখানে গেলে প্রচুর অর্থ আয় করত। এমনকি বিশ্বমানের একটি ক্লাবে তার পথচলা শুরু হতো। তবে সে লিচেস্টারেই থাকার সিদ্ধান্ত নেয়। এটা অনেকটা লুইগি রিভার পছন্দের মতো। ভার্ডির ধন্যবাদ পাওয়া উচিত।
×