ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ জামালের কোচ মানিক বরখাস্ত, স্থলাভিষিক্ত নাইজিরিয়ার আফুসি

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ জুলাই ২০১৬

শেখ জামালের কোচ মানিক বরখাস্ত, স্থলাভিষিক্ত নাইজিরিয়ার আফুসি

স্পোর্টস রিপোর্টার ॥ শফিকুল ইসলাম মানিককে কোচের পদ থেকে বরখাস্ত করেছে শেখ জামাল ধানম-ি ক্লাব। সোমবার ক্লাব কর্তৃপক্ষ মানিকের বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চিঠি পাঠায়। চিঠি পড়ে এর জবাব এখনও দেননি মানিক। ক্লাবের কার্যনির্বাহী কমিটি, ফুটবল কমিটি এবং ইসি কমিটির সিদ্ধান্তেই মানিককে সরিয়ে দেয়া হয়েছে বলে জানান শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল। অনেকেই বলেছেন, এএফসি কাপ এবং ঘরোয়া দুই আসর স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে দলকে সাফল্য এনে দিতে না পারায় মানিককে বরখাস্ত করা হয়েছে। মানিকের পরিবর্তে এখন দলটির পুরনো কোচ নাইজিরিয়ান জোসেফ আফুসিকেই ফের দায়িত্বে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ আগস্ট ঢাকায় পা রাখবেন তিনি। ২৪ জুলাই থেকে শুরু হবে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। লীগের প্রথম দুই ম্যাচে ডাগআউটে থাকবেন না তিনি। তবে তৃতীয় ম্যাচ থেকে তাকে নিয়মিত ডাগআউটে দেখা যাবে বলে জানান ম্যানেজার হেলাল। গত ৯ ফেব্রুয়ারি মানিককে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন শেখ জামালের সভাপতি মনজুর কাদের। দায়িত্ব পাওয়ার পাঁচ মাসের মাথায় মানিককে অব্যাহতি দেয়া হলো। শেখ জামালে যোগ দেয়ার আগে মাস ছয়েক চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত বছরের অক্টোবরে চট্টগ্রাম আবাহনীকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চ্যাম্পিয়ন করানো মানিক এখন কোন্ ক্লাবে থিতু হন, সেটাই এখন দেখার বিষয়।
×