ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অভিজ্ঞতাই ভাল খেলাচ্ছে দলকে ॥ মাশরাফি

প্রকাশিত: ০৬:৩৭, ১৯ জুলাই ২০১৬

অভিজ্ঞতাই ভাল খেলাচ্ছে দলকে ॥ মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ স্বল্প পরিসরের ক্রিকেটে বাংলাদেশ দল এখন অন্যতম শক্তিধর। বিশ্বের অন্য বড় দলগুলোর কাতারেই এখন বিবেচিত টাইগারদের ওয়ানডে ক্রিকেট। টি২০ ক্রিকেটেও ক্রমশই বড় দলে পরিণত হচ্ছে দলটি। এর প্রমাণ মিলেছে এ বছর অনুষ্ঠিত টি২০ এশিয়া কাপের ফাইনাল খেলার মধ্য দিয়ে। এর পেছনে দীর্ঘদিন ধরে নিয়মিত খেলা সদস্যদের উপস্থিতিই বড় কারণ। অভিজ্ঞতায় পরিপূর্ণ হওয়ার কারণেই স্বল্প পরিসরের ক্রিকেটে বাংলাদেশ ভাল করছে বলে দাবি এ দুই ফরমেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তবে নিয়মিত ভাল করার জন্য সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবালদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের মাঠে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। অধিনায়ক মাশরাফি ছাড়াও বর্তমান বাংলাদেশ দলে কয়েকজন ক্রিকেটার আছেন যারা প্রায় এক যুগ ধরে দলের হয়ে খেলছেন। সাকিব, তামিম, মুশফিকুর রহীম ছাড়াও আছেন মাহমুদুল্লাহ। এই ক্রিকেটারদের নিয়মিত মাঠে থাকা জরুরী ধারাবাহিক সাফল্যের জন্য। আর সেটা বোঝা যায় জিম্বাবুইয়ে ও শ্রীলঙ্কার মতো দলগুলোর দিকে তাকিয়ে। এক সাক্ষাতকারে এ বিষয়ে মাশরাফি বলেন,‘যখন এ্যান্ডি ফ্লাওয়ার-গ্র্যান্ট ফ্লাওয়ার কিংবা এ্যালিস্টার ক্যাম্পবেল ছিল, তখন জিম্বাবুইয়ে কি দল ছিল? এখন তারা নেই, জিম্বাবুইয়ের অবস্থাা দেখুন! আবার একইভাবে এই মুহূর্তে শ্রীলঙ্কা দলের দিকেই তাকান। অর্থাৎ, আমরা ভাল করছি কেন? কারণ আমাদের সাকিব, তামিম, মুশফিক, রিয়াদÑ এরা অনেক অভিজ্ঞ হয়েছে। সাকিব-তামিমদের এখন মাঠে থাকাটাই অনেক বড় ব্যাপার।’ অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলে আসা নবাগতদের জন্যও বড় অনুপ্রেরণা। একেবারেই তরুণ ক্রিকেটাররা বাড়তি সাহস নিয়ে খেলতে পারে। এখন বাংলাদেশ দল অভিজ্ঞ ও তরুণের সমন্বয়ে দারুণ গুছিয়ে উঠেছে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘অনেক সময় দেখা গেল খারাপ সময় যাচ্ছে তাদের (অভিজ্ঞদের)। কিন্তু তারপরও এই ক্রিকেটারগুলোর মাঠে থাকাটা অনেক বড় ব্যাপার। বিষয়টা এ রকমই।’ তবে অভিজ্ঞদের আরও দীর্ঘদিন দলের হয়ে খেলা প্রয়োজন বলে মনে করেন মাশরাফি। সেটা না হলে তরুণরা শেখার সুযোগ পাবে না। এ বিষয়ে ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক আরও বলেন, ‘আমি মনে করি, ইনশাআল্লাহ সাকিব-তামিমরা আরও ছয়-সাত বছর খেলতে পারবে। আমি আশাবাদী তারা খেলবেও। একই সঙ্গে এখন যারা তরুণ তাদের পরিপক্ব হয়ে উঠতে হবে।’ অভিজ্ঞরা দলে থাকলে বাকি তরুণ ক্রিকেটাররা ভারমুক্ত হয়েই খেলতে পারে। সেক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও সামর্থ্য পূরণের দারুণ সুযোগ থাকে। এ কারণেই তরুণদের পাশাপাশি দলে অভিজ্ঞদের সমন্বয় থাকা জরুরী বলে মনে করেন মাশরাফি। এতে যে কোন দলেরই এটা ব্যালেন্স থাকে।
×