ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘স্বর্ণপদক পেলে আরও ভাল লাগত’

প্রকাশিত: ০৬:৩৭, ১৯ জুলাই ২০১৬

‘স্বর্ণপদক পেলে আরও ভাল লাগত’

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়ার ইয়াকুশিয়ায় শেষ হয়েছে ‘চিলড্রেন্স অব ইশয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমস’-এর ষষ্ঠ আসর। এতে বিকেএসপি শূটিং ক্লাবের শূটার আবু সুফিয়ান ১০ মিটার এয়ার রাইফেলে ২০১.০ স্কোর করে ব্যক্তিগত রৌপ্য পদক অর্জন করে। অংশগ্রহণ শেষে বাংলাদেশ শূটিং দল সোমবার ভোরে বিমানযোগে ঢাকা ফেরে। ফেরার পর কয়েক ঘণ্টা পরেই (সকাল ১০টায়) ফেডারেশন ভবনে সুফিয়ানকে সংবর্ধনা এবং এক লাখ টাকার চেক পুরস্কার করে বাংলাদেশ শূটিং স্পোর্টস ফেডারেশন (বিএসএসএফ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী এবং মহাসচিব ইন্তেখাবুল হামিদসহ অন্য কর্মকর্তারা। ‘এটা আমার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল। প্রথম আসরেই সাফল্য পেয়েছি রুপা জিতে। তবে স্বর্ণপদক পেলে আরও ভাল লাগত। তবুও অনেক খুশি। ঈদের মধ্যেই ওখানে খেলতে হয়েছিল। আত্মবিশ্বাস ছিল ভাল কিছু করার। আমার এ সাফল্যের পেছনে বিকেএসপির অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে আরও ভাল কোচিং পেলে আরও ফল করতে পারব।’ সংবর্ধনা শেষে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করে কুড়িগ্রামের বামনডাঙ্গা গ্রামের কিশোর শূটার সুফিয়ান। সে আরও যোগ করে, ‘এ সাফল্য লাভে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। ভবিষ্যত লক্ষ্য অলিম্পিকে খেলা। তবে তার আগে ধাপে ধাপে এগোতে চাই।’ রাশিয়ার পরিবেশ সম্পর্কে আবুর ভাষ্য, ‘ওখানে বেজায় ঠা-া। তাপমাত্রা প্রায় ১৩-১৪ ডিগ্রী। এর মধ্যে মানিয়ে নেয়াটাও ছিল বড় চ্যালেঞ্জ। প্রথম হলে নিজ দেশের জাতীয় সঙ্গীত বাজে, দ্বিতীয় হলে বাজে না। আমি চাই আগামীতে যেন প্রথম হয়ে নিজ দেশের জাতীয় সঙ্গীত শুনতে এবং সবাইকে শোনাতে।’ ফেডারেশন থেকে পাওয়া এক লাখ টাকা কিভাবে খরচ করবে? লাজুক কণ্ঠে কদিন আগে এসএসসি পাস করা আবুর উত্তর, ‘এত টাকা পাব, ভাবিনি। আসলে টাকার জন্য খেলিনি। দেশের সম্মানের কথাই ভেবেছি। এই টাকা মা-বাবার কাছেই থাকবে। তারা যা ভাল মনে হয় করবেন।’
×