ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউরোপসেরার দৌড়ে সি আর সেভেন

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ জুলাই ২০১৬

ইউরোপসেরার দৌড়ে সি আর সেভেন

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের সেরা সাফল্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেয়েছেন চলতি বছরই। রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি জেতানোর পর নিজ দেশ পর্তুগালকে প্রথমবারের মতো জিতিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। এখন তাই স্বর্ণসময় অতিবাহিত করছেন তারকা এই ফুটবলার। সাফল্যের স্বীকৃতিস্বরূপ বছরের শেষভাগ থেকে শোকেসে ঢুকতে থাকবে ব্যক্তিগত পুরস্কারের ট্রফি। এর প্রথম আলামত মিলেছে সোমবার। এদিন ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ২০১৫-১৬ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচন করার জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ইউরোপসেরা ফুটবলার বাছাইয়ের লক্ষ্যে প্রকাশিত এ তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন রোনাল্ডো। ধারণা করা হচ্ছে, এবার মুকুটটা পরবেন সি আর সেভেনই। ইউরোপের সাংবাদিকদের ভোটে প্রতিবছর এই মহাদেশের ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের মধ্যে এই পুরস্কার দেয়া হয়। ৫৫ জন সাংবাদিকের ভোটে সেরাদের নির্বাচন করা হয়। ১০ জনের তালিকা ছোট করে আগামী ৫ আগস্ট তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ আগস্ট চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। রোনাল্ডো ছাড়াও প্রত্যাশিতভাবে এ তালিকায় আছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। কিন্তু নেইমারের সেরা দশে না থাকাটা বিস্ময়ের জন্ম দিয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পর দেশের হয়ে প্রথমবারের মতো ইউরো জেতায় এই পুরস্কার জয়ের দৌড়ে পরিষ্কার ফেবারিট রোনাল্ডো। এর আগে ২০১৩-১৪ মৌসুমে প্রথমবার এই এ্যাওয়ার্ড জেতেন পর্তুগীজ অধিনায়ক। এবার জিতলে ছুঁয়ে ফেলবেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে। বার্সিলোনা ডায়মন্ড দুইবার জিতেছেন ইউরোপ সেরার এ্যাওয়ার্ড। মেসির এবারও ভাল সম্ভাবনা আছে। বর্তমান ইউরোপসেরা মেসি মৌসুমেও বার্সিলোনার হয়ে দারুণ খেলেছেন। কাতালানদের ‘ডাবল’ জেতাতে দলের পক্ষে সর্বোচ্চ গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখা সুয়ারেজের সংক্ষিপ্ত তালিকায় থাকাটা প্রত্যাশিতই ছিল। কিছুটা চমক জাগিয়ে এ তালিকায় জায়গা করে নিয়েছেন পর্তুগীজ ডিফেন্ডার পেপে। মূলত ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেই জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ ডিফেন্ডার। বিশেষ করে ফাইনালে স্বাগতিক ফ্রান্সের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেন পেপে। সাধারণত দেখা যায়, অযথাই ফাউল করে সমালোচিত হন তিনি। কিন্তু এবারের ইউরোতে বদলে যাওয়া পেপেকেই দেখা যায়। যে কারণে ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচত হন তিনি। ১০ জনের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। রিয়ালের সাফল্যে অবদান রাখার পর ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ১৯৫৮ সালের পর ওয়েলসকে সেরা সাফল্য উপহার দেন বেল। তবে বার্সিলোনার হয়ে ৪৯ ম্যাচে ৩১ গোল করা নেইমারের না থাকাটা অনেকের কাছেই বিস্ময়ের জন্ম দিয়েছে। প্রত্যাশিতভাবে তালিকায় আছেন এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী তারকা এ্যান্টোনিও গ্রিজম্যান। ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ৬ গোল করে গোল্ডেন বুট জয়ের পাশাপাশি সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলও জয় করেন তিনি। কিন্তু আপসোস, ফাইনালে ট্রফি জিততে পারেননি। এর আগে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালেও রোনাল্ডোর রিয়ালের কাছে হারতে হয়েছিল তার দল এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। এরপরও ইউরোপসেরার পুরস্কার জয়ের দৌড়ে ভালভাবেই আছেন গ্রিজম্যান। দশজনের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পাওয়া অন্য ফুটবলাররা হলেনÑজিয়ানলুইজ বুফন (জুভেন্টাস-ইতালি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ-জার্মানি), টমাস মুলার (বেয়ার্ন মিউনিখ-জার্মানি) ও ম্যানুয়েল নিউয়ের (বেয়ার্ন মিউনিখ-জার্মানি)।
×