ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএএফ ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্সের সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রকাশিত: ০৬:২২, ১৯ জুলাই ২০১৬

বিএএফ ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্সের সুবর্ণজয়ন্তী উদযাপন

বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্সের সুবর্ণজয়ন্তী উদযাপন এবং ৫১তম ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠান সোমবার বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় তিনি সাবেক বিমান বাহিনী প্রধানবৃন্দ ও ফ্লাইং ইনস্ট্রাক্টর্স স্কুলের সাবেক অধিনায়কদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১২ কর্মকর্তা এই কোর্সে অংশগ্রহণ করেন। স্কোয়াড্রন লিডার ইমন আহসান জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ লাভ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তন প্রধানগণ, ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার কমোডর মোঃ শফিকুল আলম, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার কমোডর মোহাম্মদ মফিদুর রহমান ও ঘাঁটির উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর হাড়ভাঙ্গা পরিশ্রমÑ শুধু বেঁচে থাকার জন্য প্রতিদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করেন আছিয়া (ছদ্মনাম)। পানির জারে পানি ভরা, অফিসে অফিসে খাবার সরবরাহ, ফুটপাথে পান, সিগারেট, চা বিক্রি সবই করতে হয় তাকে রোজগারের জন্য। এত কষ্টের পরও অভাব-অনটনে দুই মেয়েকে নিয়ে চলতে হয় আছিয়ার। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। প্রতিবাদ গত ১৭ জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ‘গান পাউডার দিয়ে চার্চ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা’ প্রকাশিত সংবাদটি সম্পর্কে রাজারহাট থানার ওসি জানিয়েছেন খবরটি ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হচ্ছে, সুলতান বাহাদুর রায়পাড়া গুচ্ছগ্রামে খ্রীস্টান মিশনারি পরিচালিত অস্থায়ী স্কুল ঘরটিতে শুকনা পাটখড়ি ও ভুট্টাখড়ি ছিল। গত ১৫ জুলাই রাত আটটার কিছু আগে বৃষ্টি আসে। তখন পথচারীরা ওই ঘরে আশ্রয় নেয়। আশ্রয় নেয়া পথচারীদের কারও বিড়ি-সিগারেটের আগুনে হয়ত অসাবধানতায় ওই ঘরে রাখা শুকনা পাটখড়ি ও ভুট্টাখড়ি পুড়ে যায়। তবে মিশনারি পরিচালিত স্কুল ঘরটির কোন ক্ষতি হয়নি।
×