ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিবহন সমিতির নির্বাচন

রাঙ্গা সভাপতি এনায়েত উল্যাহ মহাসচিব

প্রকাশিত: ০৬:২১, ১৯ জুলাই ২০১৬

রাঙ্গা সভাপতি এনায়েত উল্যাহ মহাসচিব

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে মশিউর রহমান রাঙ্গা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে খন্দকার এনায়েত উল্যাহ। তারা উভয়ে ফের নির্বাচিত হলেন। রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সমিতির সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের ৪ শতাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। তারাই নতুন নেতৃত্ব নির্বাচন করেন। গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনে ১৭ সদস্যবিশিষ্ট বিষয়ভিত্তিক কমিটির মাধ্যমে সমিতির ১২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে পরিবহন খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে। যার সুফল পেতে শুরু করেছেন মালিকরা। তিনি বলেন, গাড়ির রেজিস্ট্রেশন, ট্যাক্স, টোকেন ফি কার্যক্রম বিকেন্দ্রীকরণ, সড়কপথে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ, যানজট হ্রাস, প্রতিটি জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ, সড়ক দুর্ঘটনা রোধে আঞ্চলিক ও মহাসড়কে অবৈধ যান চলাচল পুরোপুরি বন্ধসহ পরিবহন মালিক শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। খন্দকার এনায়েত উল্যাহ বলেন, জঙ্গী তৎপরতা রোধে সকল জেলায় পরিবহন মালিকদের সমন্বয়ে ‘জঙ্গী প্রতিরোধ কমিটি’ গঠন করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ রুস্তম আলী, মোঃ আলী আকবর, কফিল উদ্দিন আহমেদ, আনোয়ারুল আজিম, সৈয়দ মফচ্ছিল আলী, জহুর আহমেদ, মোঃ গোলাম নবী, মঞ্জুরুল আলম মঞ্জু ও মমতাজ উদ্দিন প্রমুখ। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬-১৭ ও ২০১৭-২০১৮ সাল পর্যন্ত কাউন্সিলের আয়োজন করা হয়।
×