ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাইফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ জুলাই ২০১৬

সাইফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ সাত বছরের ফুটফুটে শিশু সাইফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৪নং ওয়ার্ড, ১৮নং বেডে চিকিৎসাধীন। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, সাইফের ফুসফুসে টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি হয়েছে। তাকে সুস্থ করতে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ৫ থেকে ৬ লাখ টাকা। তার প্রতিবন্ধী পিতা সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। যে সন্তানের মুখের দিকে তাকিয়ে নতুন স্বপ্ন দেখতেন, সেই ছেলের মুখের দিকে তাকিয়ে অসহায় বাবা এখন চোখের জলে বুক ভাসাচ্ছেন। চোখের সামনে তার নয়নমণি যন্ত্রণায় ছটফট করছে অথচ ছেলেকে বাঁচানোর জন্য চিকিৎসার খরচ তার কাছে নেই। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ছে। এ অবস্থায় দরিদ্র পিতা তার শিশুসন্তানের চিকিৎসায় সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। কোন সহৃদয় ব্যক্তি শিশু সাইফের চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন আবদুস সালাম খান, সঞ্চয়ী হিসাব নং ০২৪১১২০০৮৮০০৭, আল-আরাফা ইসলামী ব্যাংক লিঃ মৌচাক শাখা, ঢাকা অথবা মোবাইল যোগাযোগ ০১৭২৭৭৬৬২৫৬। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×