ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ উপনির্বাচন

জুয়েল আরেং ও নাজিম উদ্দিন নির্বাচিত

প্রকাশিত: ০৫:৫৭, ১৯ জুলাই ২০১৬

জুয়েল আরেং ও নাজিম উদ্দিন নির্বাচিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে সোমবার অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী জুয়েল আরেং পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ২৭০ ভোট। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন ও জাতীয় পার্টির সোহরাব উদ্দিন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন পেয়েছেন ১৪ হাজার ৩৩৮ ভোট এবং জাতীয় পার্টির এ্যাডভোকেট সোহরাব উদ্দিন খান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৮৬ ভোট। এ আসনে মোট ভোট ছিল ৩ লাখ ৬২ হাজার ৭১৪। নির্বাচনে ১ লাখ ৮৫ হাজার ৮৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার হচ্ছে ৫২ শতাংশ। অপরদিকে ময়মনসিংহ-৩ আসনে (গৌরীপুর) আওয়ামী লীগ প্রার্থী নাজিম উদ্দিন আহম্মেদ ১ লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক, ইসলামী ঐক্য জোটের আবু তাহের খান, ন্যাপের আব্দুল মতিন ও জাতীয় পার্টির শামছুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান পেয়েছেন ৪ হাজার ৩৭২ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ২ লাখ ২৬ হাজার ২৩৫ ভোট। ভোট পড়েছে ১ লাখ ২৬ হাজার ৯৪৩। ভোটের হার প্রায় ৫৬ শতাংশ।
×