ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইনের ফাঁকফোকরে চিহ্নিত জঙ্গীরা ছাড়া পেয়ে যাচ্ছে

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ জুলাই ২০১৬

আইনের ফাঁকফোকরে চিহ্নিত জঙ্গীরা ছাড়া পেয়ে যাচ্ছে

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কখনও কখনও নিজের জীবন বাজি রেখে, আবার কখনও পাহাড়ের গহীন অরণ্যে, কখনও শহর এলাকার ঘনবসতির ফ্ল্যাট বাড়িতে, কখনও চরাঞ্চলে অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকা-ে জড়িত জঙ্গীদের গ্রেফতার করে। অভিযানে গ্রেফতারকৃতরা যখন আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে যায় তখন জঙ্গী দমনে কর্মরতরা ব্যাপকভাবে হতাশ হয়ে যান। যদিও আদালত আঙিনা থেকে ছাড়া পাওয়ার নেপথ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষে আইনগতভাবে গাফিলতির ব্যাপক অভিযোগ রয়েছে। কিন্তু এরপরও জঙ্গীপনার কাজে সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত বিভিন্ন জঙ্গী সংগঠনের সদস্যদের জামিনে বেরিয়ে আসার পর পুনরায় একই কাজে জড়িয়ে পড়ার নানা ঘটনা ইতোমধ্যে বেরিয়ে এসেছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর এদের দ্বিগুণ উৎসাহে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হওয়ার অভিযোগও এখন মিলছে। যা চরম উদ্বেগজনক ও উৎকণ্ঠার। চট্টগ্রাম আদালত সূত্রে জানা গেছে, গত দু’মাসে চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে ২০ চিহ্নিতসহ জঙ্গীপনায় মদদদাতা ৩০ সদস্য জামিনে মুক্তি পেয়েছে। যাদের মধ্যে জঙ্গীপনার অন্যতম সমন্বয়কারী ওমর শরীফও রয়েছে। তার সঙ্গে আরও জামিন পেয়েছে ১১ জন। দেশজুড়ে সাম্প্রতিক সময়ে টার্গেট কিলিং, ঢাকার গুলশানে আর্টিজান রেস্তরাঁয় হামলা চালিয়ে জঙ্গীদের নারকীয় তা-ব এবং গত ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গীদের হামলার ঘটনাবলীর নেপথ্যে জেএমবি, হিযবুত তাহরীর ও আনসারউল্লাহ বাংলা টিম (এবিটি)-এর সশস্ত্র সদস্যরা জড়িত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের পক্ষ থেকে তথ্য দেয়া হচ্ছে। টার্গেট কিলিং ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়েছে। তবে গুলশানের ঘটনা দেশের গ-ি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, জঙ্গীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারী নির্দেশে ব্যাপক তৎপরতা ও কষ্ট স্বীকার করে থাকে। গ্রেফতার বা জঙ্গীদের আস্তানা উদঘাটন ও অস্ত্র গোলাবারুদ উদ্ধারে সফলতা যাই আসুক না কেন নিম্ন ও উচ্চ আদালত থেকে আইনের ফাঁকফোকরে ও মোটা অংকের অর্থের বিনিময়ে নামীদামী আইনজীবী নিয়োগ করে গ্রেফতারকৃত জঙ্গীরা যখন জামিন পেয়ে যায় তখন পুলিশসহ সচেতন মহলের হতবাক হওয়া ছাড়া আর কিছুই থাকে না। তবে এসব জঙ্গীর জামিন প্রাপ্তির বিষয়ে চট্টগ্রামের সরকার পক্ষের কৌঁসুলী ও আইনজীবী সমিতির বিভিন্ন নেতা পুলিশের গাফিলতির বিষয়টিকে দুষছেন। পুলিশকে দায়ী করার ব্যাপারে জানতে চাওয়া হলে সিএমপির দায়িত্বশীল দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কোন কোন ক্ষেত্রে পুলিশের গাফিলতি থাকলেও সর্বক্ষেত্রে নয়। নামীদামী আইনজীবীরা যখন জঙ্গী ও দুর্ধর্ষ সন্ত্রাসীদের জামিনের পক্ষে আদালতে সরকারী পক্ষের কৌঁসুলীদের বক্তব্যের বিরুদ্ধে যুক্তিতর্কে অবতীর্ণ হন তখন পিপি এপিপিসহ পুলিশের প্রসিকিউশন সদস্যদের অসহায়ত্ব বরণ করতে হয়। একপর্যায়ে জঙ্গীদের জামিন হয়ে যায়। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে জঙ্গীদের অপতৎপরতা দমনে বেরিয়ে এসেছে টার্গেট কিলিং ও সন্ত্রাসী তৎপরতায় অতীতে গ্রেফতার হওয়া জঙ্গীদের সংখ্যায় বেশি। এদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানানো হয়, তাদের তালিকায় ৫৯ জঙ্গী নাম রয়েছে। বিভিন্ন মেয়াদে জেল জীবনে থেকে ইতোমধ্যেই চিহ্নিত ২০সহ জঙ্গীপনায় বিভিন্নভাবে জড়িত ৩০ জন ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছে। এরা সকলেই হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি) শহীদ হামজা ব্রিগেড ও জেএমবি’র সদস্য। এছাড়া অন্যান্যরা হিযবুত তাহরীর সঙ্গে জড়িত। অপরদিকে, চট্টগ্রামে ২১ জঙ্গী মামলার বিচার শুরু হয়নি দীর্ঘ সময় জুড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিচার শুরু করার অনুমোদন না পাওয়ায় এ জট লেগেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মোঃ ফখরুদ্দিন চৌধুরী। এ ধরনের জঙ্গী সংক্রান্ত দুটি মামলার অনুমোদন পাওয়া যায়নি চট্টগ্রাম জেলায়ও। এর মধ্যে হাটহাজারীতে জেএমবির আস্তানার সন্ধান পাওয়ার মামলাও রয়েছে। এর পাশাপাশি জঙ্গী সংক্রান্তে সীতাকু- থানারও দুটি মামলা ঝুলে রয়েছে। এদিকে, দেশে জঙ্গীপনার বিস্তৃতি সকল মহলের উদ্বেগ উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন নামে জঙ্গী সংগঠনগুলো জন্ম হয়েছে বহু আগে। এরই মধ্যে জঙ্গী সংগঠনগুলোর অপকর্ম ও সন্ত্রাসী কর্মকা-ের ডালপালা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করেছে। এদের পক্ষ থেকে হিটলিস্ট প্রকাশ করা হচ্ছে। ব্লগারসহ পুলিশ, লেখক বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করা হচ্ছে। এখন সাংবাদিকদেরও টার্গেটে আনা হয়েছে। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে হামলার আশঙ্কার অগ্রিম তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। সূত্রে জানা গেছে, বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে থাকা বিদেশীদের হত্যা করে এ জঙ্গী গোষ্ঠীগুলো আন্তর্জাতিক প্রচার মাধ্যমে নিজেদের স্থান করে নিতে চায়। এছাড়া সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের এবং ধর্মীয় পুরোহিত সেবায়েত ও ভিক্ষুদের হত্যার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ব্যাপকভাবে তৎপর রয়েছে। তবে আশার কথা এরই মধ্যে গুলশান ট্র্যাজেডির পর সরকারসহ উৎসুক মহলের মাঝে জঙ্গীবিরোধী তৎপরতা বিশেষভাবে লক্ষণীয়। যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়কে আশ্বস্ত করেছে। সর্বশেষ জঙ্গী আস্তানা উদঘাটনে গোপনে যারা সহায়তা করবে তাদের জন্য ১০ লাখ টাকার অর্থ পুরস্কারের ঘোষণাও দেয়া হয়েছে র‌্যাব প্রধানের পক্ষে। এছাড়া সরকারী দল দেশের প্রতিটি এলাকায় জঙ্গীবিরোধী তৎপরতা শুরু করেছে পৃথক পৃথক কমিটি গঠনের মাধ্যমে। এতে করে উৎকণ্ঠিত মানুষের মনে কিছুটা হলেও স্বস্তির জন্ম দিয়েছে। তবে প্রধানমন্ত্রী যে কঠোর মনোভাব নিয়ে জঙ্গী তৎপরতা দমনে তার সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তাতে প্রশাসন, সরকারী দল এবং জঙ্গীবিরোধী আলেম ওলামা সমাজ ব্যাপকভাবে উৎসাহিত হয়েছে। এর পাশাপাশি জঙ্গী নির্মূল আশার সঞ্চার হয়েছে। সূত্র জানায়, জঙ্গীপনায় জড়িতরা গ্রেফতার হলে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কোন অবস্থাতেই যেন আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসতে না পারে সেজন্য প্রয়োজনীয় আইন পরিবর্তন করে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি জঙ্গীপনায় জড়িতদের বিচার প্রক্রিয়াটিও অন্য সব সাধারণ মামলার মতো না হয়ে বিশেষ ব্যবস্থায় কার্যকর করার দাবিও জোরালো হচ্ছে। এসব বিষয়কে সামনে রেখে অন্যান্য ব্যবস্থাবলীর পাশাপাশি জঙ্গী ও দুর্ধর্ষ সন্ত্রাসীদের জামিন প্রাপ্তির বিষয়টি রোধ হলে জঙ্গীপনার নামে সহিংস তৎপরতা অনেকাংশে হ্রাস পাবে বলে পুলিশ ও আদালতের বিভিন্ন সূত্রে মতব্যক্ত করা হয়েছে।
×