ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নেই ॥ দুর্যোগমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫২, ১৯ জুলাই ২০১৬

দেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নেই ॥ দুর্যোগমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা খুব কম বলে দেশবাসীকে আশ্বস্ত করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম। তিনি বলেন, ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ২০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশসহ এ অঞ্চলে সর্বোচ্চ ৮ মাত্রার উপরে কোন ভূমিকম্প হয়নি। তবে এ বছর বন্যার আশঙ্কা আছে। এ জন্য সরকার আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। সোমবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরজাহান বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আমার জানা মতে বাংলাদেশের ভূমিকম্পের যে অবস্থা তাতে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুব কম। বিগত ২০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের শহরসহ এই অঞ্চলের ভেতরে সর্বোচ্চ ৮ মাত্রার উপরে কোন ভূমিকম্প হয়নি। বিশেষজ্ঞরা যে আশঙ্কা ব্যক্ত করে বলছেন যে, ৯ অথবা ১০ মাত্রার ভূমিকম্প হবে। যদি তা হয় তাহলে পৃথিবীই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তবে এটুকু বলতে চাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি জানান, বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে ভূমিকম্প হওয়ার যে অবস্থা তাতে এটুকু বলতে চাই তা মোকাবেলা করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছি। আমরা আশাবাদী যে, যে কোন দুর্যোগ অত্যন্ত সফলভাবে মোকাবেলা করতে পারব। বেগম জেবুন্নেছা আফরোজের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বছর বন্যা হওয়ার আগাম পূর্বাভাস লক্ষ্য করা গেছে। আমাদের কাছে এ ধরনের খবর রয়েছে। বন্যা যদি হয়ে যায় তাহলে আমরা মোকাবেলায় প্রস্তুত আছি। গম, চাল, টিন মজুদ রেখেছি। পর্যাপ্ত খাদ্যও মজুদ রাখা হয়েছে। মন্ত্রী জানান, মোবাইল ফোনেই দুর্যোগের আগাম বার্তা পাবে দেশের জনগণ। আগাম বার্তা সরাসরি জনগণের কাছে পৌঁছে দিতে মোবাইল অপারেটরের মাধ্যমে প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া যে কোন মোবাইল হতে ‘১০৯৪১’ নম্বরে ডায়াল করেই জনগণ দৈনন্দিন আবহাওয়া, বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রগামী জেলেদের নদ-নদীর পানির অবস্থা ও নদী বন্দরের জন্য সতর্ক সঙ্কেত সম্পর্কিত তথ্য জানতে পারবেন। তিনি জানান, দেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলার জন্য উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেলিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, চলতি বছরে বজ্রপাতে ১৯২ জনের মৃত্যু হয়েছে। তাই বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিও জন্য প্রচারপত্র বিলিসহ সরকারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ রয়েছে।
×