ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফল ও রংপুরে পুরোহিতকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:৫২, ১৯ জুলাই ২০১৬

বাউফল ও রংপুরে পুরোহিতকে হত্যার হুমকি

জনকণ্ঠ ডেস্ক ॥ পটুয়াখালীর বাউফলে ফুলতলা বিশ্বকল্যাণ গীতা আশ্রমের পুরোহিত পরিতোষ সাহা (৭০) ও রংপুর আনন্দময়ী সেবাশ্রমের পুরোহিত বিজয় চক্রবর্তীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সোমবার সকালে পূজার সময় মুখোশপরা এক দুর্বৃত্ত পরিতোষ সাহাকে হুমকি দেয়। বিজয় চক্রবর্তীকে হত্যার হুমকিসহ ২০ হাজার টাকা চেয়ে কে বা কারা উড়ো চিঠি দিয়েছে। সোমবার সকালে মন্দিরের দরজা খুলে হলুদ খামে চিঠিটি পান মন্দিরের কাজে নিয়োজিত ঝর্ণা রানী মোহন্ত। এতে আতঙ্কিত হয়ে পড়েন পুরোহিত ও মন্দির সংশ্লিষ্টরা। খবর নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার পাঠানো। পরিতোষ চন্দ্র সাহা ১৪ বছর ধরে বাউফলের এ মন্দিরের পুরোহিত হিসেবে নিয়োজিত রয়েছেন। মন্দিরের কাছেই সিকদার বাড়িতে থাকেন। তিনি চিরকুমার। হুমকিপ্রাপ্ত সেবায়েত বলেন, ঘটনার দিন সকাল ৬টার দিকে আমি পূজা করার জন্য ওই মন্দিরে যাই। কিছুক্ষণ পর মাঝারি গড়নের ২০-২৫ বছরের মুখোশপরা এক দুর্বৃত্ত মন্দিরে ঢুকে আমাকে উদ্দেশ করে বলেÑ ‘খাইয়া লইয়া রেডি হও, তোমারে ফাইনাল করমু।’ এরপর সে দ্রুত মন্দির থেকে বের হয়ে উত্তরদিকে চলে যায়। তিনি বলেন, পূজা শেষ করে বিষয়টি আমি মন্দির কমিটির লোকজনকে জানাই। পরে থানায় গিয়ে ওসিকে বিষয়টি অবহিত করি। এ ব্যাপারে বাউফল থানার ওসি আজম খান ফারুকী বলেন, অভিযোগ পাওয়ার পর আমি পুলিশ ফোর্সসহ ওই মন্দির পরিদর্শন করি এবং কমিটির লোকজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। রংপুর ॥ রংপুরে হত্যার হুমকি দিয়ে পুরোহিতকে লেখা চিঠিটি আসে হলুদ খামে। ভুল বানানে লেখা ওই চিঠিতে রয়েছেÑ ‘বিজেদ পুরুহিদ, যথাসমভব তের সময় সেছ, বেসি সমে নেই, বাছ চালেই সাধন, বিশ হাজার টাকা দে তা না হলে সেছ।’ পুরোহিত বিজয় চক্রবর্তী জানান, সকালে তিনি নগরীর বোতলাপাড়ার বাসায় ছিলেন। এ সময় মন্দিরের কাজে নিয়োজিত ঝর্ণা রানী মোহন্ত মোবাইল ফোনে হলুদ খামে ভরা একটি চিঠি আসার কথা তাকে জানান। খবর পেয়ে তিনি মন্দিরে গিয়ে চিঠিটি খুলে দেখেন, কে বা কারা তাকে হত্যার হুমকিসহ ২০ হাজার টাকা চেয়েছে। বিষয়টি কোতোয়ালি থানার ওসিকে জানিয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, বর্তমানে আমি ও আমার পরিবারসহ মন্দির সংশ্লিষ্টরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
×