ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজী মাজহারুল আনোয়ারের ‘পালকি’

প্রকাশিত: ০৪:৩৩, ১৯ জুলাই ২০১৬

গাজী মাজহারুল আনোয়ারের ‘পালকি’

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের গানের ভা-ার থেকে গানের অনুষ্ঠান ‘পালকি’ আজ মঙ্গলবার থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হচ্ছে। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে এক ভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করছেন জামাল রেজা। শুধু গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান যথাযথ সুরে এবং কথায় গাইবেন এ সময়কার শিল্পীরা। গানগুলো গেয়েছেনÑ রিজিয়া পারভীন, পলাম, মনির খান, দিঠি আনোয়ার, অপু প্রমুখ। অনুষ্ঠানে পর্যায়ক্রমে গাইবেন ক্লোজআপ ওয়ান ও সেরাকণ্ঠের শিল্পীরা। এ প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, আমাদের দেশে অনেক সুন্দর হাজার হাজার বাংলা গান রয়েছে। এ গানের সঙ্গে সংশ্লিষ্টরা অনেকেই নেই, অনেকেই হয়ত আগামীতে থাকবেন না। তাদের গানগুলোকে বাঁচিয়ে রাখার মতো তেমন কোন আর্কাইভও নেই। কিন্তু চ্যানেল আই এবং শরীফ মেলামাইন অন্তর থেকে অনুভব করে বাংলা গানকে বাঁচিয়ে রাখার বিশেষ উদ্যোগ নিয়েছে ‘পালকি’র মাধ্যমে। যদিও কাজটি কঠিন কিন্তু তারপরও তারা যে সাহস করে এগিয়ে যাচ্ছে এজন্য তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মানুষ আসবেন আবার চলেও যাবেন। কিন্তু তাদের কীর্তি পৌঁছে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। অনুষ্ঠানের প্রতি পর্বে পাঁচ থেকে ছয়টি গান থাকবে। প্রচার হবে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টায়।
×