ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্মিত হলো বিশেষ নাটক ‘ফিরে ফিরে আসে’

প্রকাশিত: ০৪:৩৩, ১৯ জুলাই ২০১৬

নির্মিত হলো বিশেষ নাটক ‘ফিরে ফিরে আসে’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফিরে ফিরে আসে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাশেম শিকদার। টাঙ্গাইলের মির্জাপুর ও পুবাইলের মনোরম লোকেশনে নাটকটি চিত্রায়িত হয়েছে। ‘ফিরে ফিরে আসে’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সোহেল খান, টুটুল চৌধুরী, জান্নাতুন নূর মুন, রিয়াজুল রিজু, হাসিমুন, আনোয়ার হোসেন, শামীম হোসেন, অনিক রায়, দুলাল, রাফি প্রমুখ। হাসি মাল্টিমিডিয়ার ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন শামীম হোসেন। শীঘ্রই নাটকটি কোন একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। নাটকের কাহিনীতে দেখা যাবেÑ হাসমত আলী খলিসাজানি গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি। গ্রামের মানুষ সামনাসামনি তাকে অনেক ভয় পায় কিন্তু পেছনে রাজাকার বলে গালি দেয়। একদিন পত্রিকার পাতায় এক মেয়ে মডেলের ছবি দেখে তার গ্রামের সুন্দরী বিধবা মেয়ে নারায়ণীর কথা মনে পড়ে যায়। পত্রিকার ছবির মেয়েটির চেহারার সঙ্গে নারায়ণীর অনেক মিল। গ্রামের বিধবা সুন্দরী যুবতী মেয়ে নারায়ণী গ্রামের হাই স্কুলের সহকারী শিক্ষক হানিফ খন্দকারের সহযোগিতায় স্কুলে দফতরির চাকরি পায়। হাসমত আলীর কুনজর পড়ে নারায়ণীর ওপর। নানাভাবে প্রস্তাব দিয়ে যখন নারায়ণীকে রাজি করাতে পারে না, তখন ফতোয়া দেয় মুসলমানের স্কুলে কোন হিন্দু মেয়ে চাকরি করতে পারবে না। এতে প্রতিবাদ করে স্কুলের শিক্ষক হানিফ খন্দকার। হাসমত আলীর সঙ্গে তার এ বিষয়ে কথা কাটাকাটি হয়। একদিন সকালে হানিফ খন্দকারের লাশ গ্রামের পাশে বহমান নদীর ধারে পড়ে থাকতে দেখা যায়। গ্রামের সবাই জানে কে হানিফ খন্দকারকে মারতে পারে কিন্তু প্রাণের ভয়ে কেউ মুখ খোলে না। হানিফ খন্দকার খুন হওয়ার পর স্কুল প্রায় বন্ধ হয়ে যায়। কেউ স্কুলে না এলেও নারায়ণী রোজ একা একা স্কুলে আসে। একদিন নারায়ণীর লাশ স্কুলঘরে পড়ে থাকতে দেখা যায়। হাসমত আলীর ছেলে দেশের বাইরে থেকে লেখাপড়া করে। দীর্ঘদিন পর সে বিদেশ থেকে দেশে আসে। হাসমত আলী প্ল্যান করে ছেলেকে তার ভাতিজির সঙ্গে বিয়ে দেবে। তার বড় ভাই শহরের নামকরা ব্যবসায়ী। অনেক এমপি-মন্ত্রীর সঙ্গে তার চলাফেরা। কিন্তু বড় ভাই অবৈধ অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়লে স্ত্রী সুরাইয়া বানুর সঙ্গে হাসমত আলীর কথা কাটাকাটি হয়। সুরাইয়া বানু কিছুতেই একটা অসৎ ব্যবসায়ীর মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবে না।
×