ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুকান্তর দ্বিতীয় আবৃত্তি এ্যালবাম ‘মেঘ বলেছে বৃষ্টি হবে’

প্রকাশিত: ০৪:৩২, ১৯ জুলাই ২০১৬

সুকান্তর দ্বিতীয় আবৃত্তি এ্যালবাম ‘মেঘ বলেছে বৃষ্টি হবে’

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারে এসেছে তরুণ আবৃত্তি শিল্পী এবং সিলেটের সংগঠক সুকান্ত গুপ্তর দ্বিতীয় একক আবৃত্তি এ্যালবাম ‘মেঘ বলেছে বৃষ্টি হবে’। এ্যালবামে কয়েকটি দ্বৈত আবৃত্তিতে অংশ নিয়েছেন আবৃত্তি শিল্পী ফারজানা লুবনা। এ্যালবামে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রেমেন্দ্র মিত্র,অরবিন্দ গুহ, রামচন্দ্র পাল, খালেদা এদিব চৌধুরী, অমিয় চক্রবর্তী, মোফাজ্জল করিম, জয় গোস্বামী, মহাদেব সাহা, তাপস মজুমদার, দীপংকর চন্দ, অসীম আচার্য, জান্নাতুন নাইম প্রীতির কবিতা স্থান পেয়েছে। বৃষ্টি আমাদের সিক্ত করে ভেতরে-বাইরে। আমাদের মনকে উচাটন করে। প্রগাঢ় অনুভবে স্থিত করে অন্তরের গহীনতম প্রদেশে। কখনও বা বিষন্ন করে স্মৃতিমেদুরতায় না পাওয়ার বেদনায়। রোমান্টিক কবির লেখনিতে এসব ভাবনা-অনুভাবনা মানবিক হয়ে ধরা পড়েছে যুগে যুগে। বাংলা সাহিত্যের ভা-ার থেকে সেসব লেখারই সামান্য সঞ্চয় গ্রথিত হয়েছে ‘মেঘ বলেছে বৃষ্টি হবে’ আবৃত্তি এ্যালবামে। এখানে কবিতার মূল অনুষঙ্গ হিসেবে এসেছে বৃষ্টি। রবীন্দ্রনাথ থেকে শুরু করে হাল আমলের বিভিন্ন কবির কবিতা,পত্র সাহিত্য, গানের বানী নির্বাচিত হয়েছে বিষয়বস্তু হিসেবে। কান্ট্রি মিউজিকের পরিবেশনায় এ্যালবামটি দেশব্যাপী ‘রঙ বাংলাদেশ’ ও ‘দেশীদশ’ এ পাওয়া যাচ্ছে। খুব ছোটবেলা থেকে আবৃত্তির শুরু সুকান্ত গুপ্তর। কাজ করেছেন নিয়মিত বিভিন্ন মঞ্চ পরিবেশনায়। জন্ম ১৯৮৪ সালে সিলেটে। বাবা সন্তোষ কুমার গুপ্ত পেশায় আইনজীবী ছিলেন, মা মৃদুলা গুপ্ত চাকরি করেছেন সোনালী ব্যাংকে। এখন অবসরপ্রাপ্ত। প্রকৃতির আবহে বেড়ে ওঠা সুকান্তের শৈশব কৈশর কেটেছে সিলেট শহরে। নিয়মিত কাজ করছেন ভবিষ্যত প্রজন্মকে নিয়ে শুদ্ধ সাহিত্য সংস্কৃতির বিকাশ লক্ষ্যে। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রসহ বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে আবৃত্তি, সংবাদপাঠ ও উপস্থাপনা নিয়ে কাজ করছেন। সুকান্ত বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন শ্রুতি সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক। শুদ্ধ ধারায় সাহিত্য সংস্কৃতি চর্চায় নিরলস কাজ করে যাচ্ছেন সুকান্ত। অতি সম্প্রতি সুকান্ত তার সাংস্কৃতিক কর্মকা-ে স্বীকৃতি স্বরূপ ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১৫’ পেয়েছেন। আবৃত্তিকে গণমানুষের মধ্যে পৌঁছে দিতে কাজ করছেন। ভবিষ্যতে মঞ্চ, এ্যালবাম, বেতার, ইলেকট্রনিক মাধ্যমসহ প্রতিটি মাধ্যমে কাজ করে যেতে চান সুকান্ত। তার জন্য শুভ কামনা।
×