ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:২৩, ১৯ জুলাই ২০১৬

নড়াইলে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৮ জুলাই ॥ নড়াইল সদর উপজেলার ভবানীপুরে ছেলের সামনে পিতাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মফিজ শেখ (৩৮)। তিনি সদরের ভদ্রবিলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মফিজ শেখ সরকেড়ডাঙ্গা প্রাইমারী স্কুলের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া তার ছেলে মিঠুর উপ-বৃত্তির টাকা উত্তোলন করে পিতা পুত্র বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মাথাভাঙ্গা ব্রিজের ওপর ওৎ পেতে থাকা একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জামিরুল ধারালো হাসুয়া দিয়ে মফিজের ঘাড়ের ওপর কোপ মারে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহতের স্বজনরা জানায়, মফিজের সঙ্গে জামিরুলের ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। যে কারণে হয়ত এই হত্যার ঘটনা ঘটতে পারে। টাঙ্গাইলে যুবতীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, নাগরপুরে ধলেশ্বরী নদীর শ্রীবরটিয়া নামক স্থান থেকে অজ্ঞাত এক যুবতীর (২২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের শ্রীবরটিয়া গ্রামের মৃত সমেজ উদ্দিনের ছেলে আব্দুস ছালাম সোমবার সকালে নিজ গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে পাট তুলতে গেলে পাটের নিচে এক যুবতীর অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাপি রংয়ের সেলোয়ার কামিজ পরিহিত অজ্ঞাত যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেন। কেরানীগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, মীরেরবাগ বুড়িগঙ্গা নদী থেকে সোমবার দুপুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ ঘাটে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ ভাসছিল। এলাকার লোকজন লাশ দেখে দক্ষিণ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে। লাশের শরীরে ঘিয়ে রংয়ের পাঞ্জাবি ও সাদা রংয়ের পায়জামা রয়েছে। ওয়েব বেইসড কর্মশালা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ওয়েব বেইসড কর্মশালা শুরু হয়েছে। জেলা পরিষদের বিশেষ ল্যাবে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। এতে ৯ ব্যাচে জেলার ২০১ জনকে তিনদিন করে প্রশিক্ষণ দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মহিউদ্দিন খার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ সাজ্জাদ। হরিণের মাংস জব্দ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৮ জুলাই ॥ বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় হরিণের মাথা ও বস্তা ভর্তি মাংসসহ আইয়ুব (২২) নামের এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে। সোমবার সকালে মনপুরা এতিম খানা ও নুরানী মাদ্রাসাসংলগ্ন পাকা সড়কের কাছ থেকে তাকে স্থানীয় লোকজন আটক করেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত আইয়ুব বন বিভাগের কর্মীদের কাছে বলেন, রবিবার গভীর রাতে মনপুরার উত্তর সাকুচিয়ার আলমনগর সংলগ্ন কেওড়া বনের মধ্যে জাল পাতে। হবিগঞ্জ পৌর শহরে বিশুদ্ধ পানির সঙ্কট নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৮ জুলাই ॥ মেয়র ও সংশ্লিষ্ট সেকশন কর্মকর্তা-কর্মচারীদের খামখেয়ালিপনার কারণে বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছেন হবিগঞ্জ পৌরবাসী। অনুসন্ধানে দেখা গেছে, গত ১৬ জুলাই বিকেল থেকে পৌর শহরের পিটিটিআই সড়ক, শান্তিবাগ আবাসিক এলাকা ও বিভিন্ন পাড়া-মহল্লায় পৌর সরবরাহকৃত লাইন দিয়ে ময়লা-দুর্গন্ধযুক্ত পানি আসছে। এতে সংশ্লিষ্ট গ্রাহকরা পড়েছেন মারাত্মক বিড়ম্বনায়। ফলে ৩ দিন যাবত বিকল্প ব্যবস্থায় বাসাবাড়িতে রান্না-বান্নার কাজ চলছে। অনেকে আবার রেস্ট্ররেন্ট থেকে খাবার কিনে যাচ্ছেন। সিরাজগঞ্জে জিহাদী বইসহ জেএমবি সদস্য আটক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার তাড়াশ উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় সোমবার ভোরে জিহাদী বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র সদস্য আতাউলাহ ওরফে বাহাদুরকে (৩০) আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত জেএমবির সদস্য চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মাইজভা-ারি আমতলী বাহাউদ্দিন চৌধুরীপাড়ার মাওলানা আবু ইউসুফের ছেলে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিহাদী বইসহ জেএমবি সদস্য আতাউলাহকে আটক করা হয়। বীরগঞ্জ মহিলা কলেজ অধ্যক্ষ অবরুদ্ধ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে এইচএসসিতে আসন সংখ্যা বৃদ্ধি ও ভর্তির দাবিতে সোমবার দুপুরে ছাত্রীরা বিক্ষোভ করে এবং অধ্যক্ষকে প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীদের ভর্তির প্রতিশ্রুতি দিলে ছাত্রীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি ভর্তি ওয়েটিং লিস্টের ৫০৩ ছাত্রী অভিযাগ করেন, ইন্টারনেটে একমাত্র এই কলেজের নাম দিয়ে তারা আবেদন করেছিল।
×