ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রেমিক জুটির বিষপান, প্রেমিকের মৃত্যু

প্রকাশিত: ০৪:২১, ১৯ জুলাই ২০১৬

প্রেমিক জুটির বিষপান, প্রেমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় একসঙ্গে বিষপান করে প্রেমিকা বেঁচে গেলেও মারা গেছেন প্রেমিক। নিহতের নাম ডলার। তিনি চারঘাট উপজেলার দক্ষিণপান্নপাড়া গ্রামের রেজাউল হকের ছেলে আর প্রেমিকা একই এলাকার মাঝপাড়া গ্রামের নুরুল হকের মেয়ে। সোমবার বেলা ১১টার দিকে জেলার পুঠিয়ার বাসুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আকছেদ আলী জানান, ডলার এনজিও কর্মী আর প্রেমিকা কলেজছাত্রী। গত চারমাস আগে পারিবারিকভাবে একই এলাকার মিলি নামের এক মেয়ের সঙ্গে ডলারের বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালই চলছিল। হঠাৎ করেই তিনদিন আগে পরকীয়ার জের ধরে ডলার প্রতিবেশী নুরুল হকের কলেজ পড়ুয়া মেয়ে রুনাকে নিয়ে উধাও হয়। স্থানীয় একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ডলার আর রুনার মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তার পরিবার বিষয়টি জানতে পেরে মানসম্মানের ভয়ে ডলারকে মিলির সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তবে বিয়ের পরও রুনার সঙ্গে গোপনে ডলারের প্রেমের সম্পর্ক চলছিল। এ প্রেমের সূত্র ধরেই তারা দুজনে পালিয়ে যায়। পরে রুনাকে নিয়ে পুঠিয়ায় খালার বাড়িতে উঠে ডলার। সেখানেই সোমবার ডলার ও রুনা একসঙ্গে বিষপান করে। দুই শিশুর এক মাথা নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৭ জুলাই ॥ শহরের একটি হাসপাতালে জোড়া মাথার দুই কন্যাশিশু জন্মগ্রহণ করেছে। শনিবার রাতে পিডিসি হাসপাতালে এই শিশু দুটি জন্মগ্রহণ করে। জেলার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন প্রসব ব্যথা নিয়ে পিডিসি হাসপাতালে ভর্তি হন। রাতে গাইনি বিশেষজ্ঞ ডাঃ নার্গিস সুলতানা প্রসূতির সিজার করে জোড়া মাথাবিশিষ্ট দুই কন্যাশিশুকে মায়ের পেট থেকে মুক্ত করেন। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৮ জুলাই ॥ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে ৬৫ হতদরিদ্র নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা প্রকৌশল কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী ফরিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
×