ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

খাদ্যগুদামের আটক ৪শ’ বস্তা চাল কোথায়?

প্রকাশিত: ০৪:২১, ১৯ জুলাই ২০১৬

খাদ্যগুদামের আটক ৪শ’ বস্তা চাল কোথায়?

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোরা, ১৮ জুলাই ॥ নেত্রকোনার দুর্গাপুর পৌর মেয়র আব্দুস সালাম দুর্গাপুর প্রেসক্লাবে রবিবার রাতে সংবাদ সম্মেলন করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, বিরিশিরিস্থ সরকারী খাদ্যগুদামে ১৫ জুলাই ভেজাল চার শ’ বস্তা চালসহ ২টি ট্রাক পুলিশ জব্দ করার পর রহস্যজনকভাবে তার কোন হদিস মিলছে না। সরকারী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) দেবব্রত বিশ্বাস ১৫ জুলাই পর্যন্ত ৯শ’ টন বি আর-২৮-২৯ জাতের ধান ক্রয় করেন। পাশাপাশি একটি সিন্ডিকেটের মাধ্যমে অত্যন্ত কৌশলে ধানগুলো বিভিন্ন চাল কলে পাঠিয়ে এর পরিবর্তে হিরা-২ অনুপযোগী মোটা চাল গুদামে মজুদ করছে বলে খবর জানা জানি হয়ে গেলে ১৬ জুলাই স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, তারা মিয়া ফকির, জাফর আলী, হাবিবুর রহমানসহ পৌর মেয়র নিজে খাদ্যগুদাম প্রাঙ্গণে পৌঁছে দেখতে পান ২টি ট্রাক থেকে ভেজাল মোটা চাল গুদামে নামানো হচ্ছে। এ সময় ইউএনও এলাকায় না থাকায় তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হলে তারা এসে চালসহ ট্রাক ২টি জব্দ করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। চেতনানাশক ছিটিয়ে বাড়িতে লুট নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৮ জুলাই ॥ পৌর শহরের মল্লিকপুরে প্রবাসীর বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে বাড়ির সবাইকে অজ্ঞান করে লুটে নিয়েছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। রবিবার রাতে মল্লিকপুর এলাকায় প্রবাসী মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কৌশলে বাড়িতে ঢুকে পাকঘরের খাবারের সঙ্গে চেতনানাশক ব্যবহার করে সবাইকে অজ্ঞান করে স্টিলের আলমারি ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।ু কিছুটা জ্ঞান ফিরে এলে শিশুকন্যাসহ সাতজনকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়ির মালিক প্রবাসী মোস্তফা মিয়া অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ চৌধুরী জানান, ঘরের ভেতর স্প্রেজাতীয় চেতনানাশক খাবারে প্রয়োগের মাধ্যমে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
×