ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিতাস গ্যাস ফিল্ডে ২৪ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন

প্রকাশিত: ০৪:১৭, ১৯ জুলাই ২০১৬

তিতাস গ্যাস ফিল্ডে ২৪ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস গ্যাস ফিল্ডের ২৪ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। নতুন এ কূপ থেকে জাতীয় গ্রিড দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বেলা ১১টায় উপজেলার কুট্টাপাড়ায় এ খনন কাজের উদ্বোধন করেন বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান। কূপটির খনন কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন। উদ্বোধন শেষে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান সাংবাদিকদের জানান, এডিবি ও জিওবির অর্থায়নে ৯০৯ কোটি টাকা ব্যয়ে তিতাস গ্যাস ফিল্ডের চারটি কূপ (২৩, ২৪, ২৫ ও ২৬) খনন করা হচ্ছে। প্রতি কূপের জন্য ১৭০ থেকে ১৮০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ইতোমধ্যে ২৫ ও ২৬ নম্বর কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে। খনন সম্পন্ন হওয়া দুটি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৪৫ মিলিয়ন ঘটফুট গ্যাস সরবরাহ করা যাবে। বাকি দুটি কূপের খনন কাজ আগামী জানুয়ারি মাসে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। খনন শেষ হলে ২৪ নম্বর কূপ থেকে ২৫ মিলিয়নসহ চারটি কূপ থেকে দৈনিক প্রায় ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। তিনি আরও জানান, বিজিএফসিএল বর্তমানে দৈনিক সর্বোচ্চ ৮৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছে যা দেশের মোট গ্যাস উৎপাদনের শতকরা ৩০ ভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২৪ নম্বর কূপের প্রকল্প পরিচালক আলী মোর্তজা মোক্তাদের, বিজিএফসিএলের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, আহমেদ হোসেন ও কোম্পানি সচিব মতিউর রহমান প্রমুখ। গ্যাসের দাম বৃদ্ধির শুনানি আগস্টে অর্থনৈতিক রিপোর্টার ॥ আরেক দফা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোর কমিশন। এ লক্ষে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ৭ আগস্ট শুনানি শুরু হবে। বিইআরসি সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শুনানি ৮ আগস্ট অনুষ্ঠিত হতে পারে। তবে চূড়ান্ত সময়সূচী নির্ধারণ হয়নি। জানা গেছে, নতুন বেতন স্কেল বাস্তবায়নসহ নানা কারণে গ্যাস বিতরণ পরিচালন ব্যয় বেড়ে গেছে এমন যুক্তি দেখিয়ে গ্যাসের মূল্য ও কমিশন বাড়ানোর প্রস্তাব দেয় কোম্পানিগুলো। এর পরিপ্রক্ষিতে বিইআরসি গণশুনানির আয়োজন করেছে। প্রতিদিন একটি করে কোম্পানির প্রস্তাবের ওপর শুনানি হবে। তবে সব কোম্পানির শুনানিতে অংশগ্রহণকারীর সংখ্যা এক রকম নয়। কোম্পানিগুলোর মধ্যে তিতাস গ্যাসসহ কোন কোন কোম্পানির শুনানিতে অংশগ্রহণকারীর সংখ্যা অনেক বেশি হয়। এ বাস্তবতায় শুনানির জন্য উপযোগী মিলনায়তন নির্ধারণ করে সময়সূচী চূড়ান্ত করা হবে। সর্বশেষ গত বছরের ১ সেপ্টেম্বর থেকে আবাসিকসহ কয়েকটি শ্রেণীর গ্রাহকের গ্যাসের দাম বাড়ানো হয়। তখন দুই চুলার বিল ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ এবং এক চুলার বিল ৪০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছিল। একই সময়ে কমানো হয় বিতরণ কোম্পানিগুলোর কমিশন।
×