ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৫শ’ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:১৫, ১৯ জুলাই ২০১৬

পুঁজিবাজারে ৫শ’ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্যসূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে প্রায় ৩৩ শতাংশ লেনদেন বেড়ে প্রায় ৫০০ কোটি টাকা ছুঁয়েছে। ব্যাংক খাতের কোম্পানিগুলোর চাঙ্গাভাবের দিনে সার্বিক ও বাছাই সূচকের উর্ধগতি দেখা গেছে। ইসলামী শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর দর কমায় সংশ্লিষ্ট সূচকটি কিছুটা কমেছে। যদিও ইসলামী ব্যাংকের এই দিনেই লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪৯৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১২২ কোটি ২০ লাখ টাকার বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৩৭৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, বিএসআরএম লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, মবিল যমুনা বিডি ও স্কয়ার ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেমিনি সী ফুড, ন্যাশনাল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, জাহিন টেক্সটাইল, তাকাফুল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, নদার্ন জুটস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও এ্যাপেক্স ফুটওয়ার। দর হারানোর সেরা কোম্পানিগুলো : ইভিন্স টেক্সটাইল, আইসিবি ৩য় এনআরবি, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, পপুলার ১ম মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ১ম মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, বিকন ফার্মা ও এসিআই ফর্মূলেশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, ইভিন্স টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, ন্যাশনাল ফিড মিলস ও সিটি ব্যাংক।
×