ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অন্যরকম

প্রকাশিত: ০৪:১৫, ১৯ জুলাই ২০১৬

অন্যরকম

আকাশচুম্বী ভাস্কর্য... চীন আকাশচুম্বী ভাস্কর্য দিয়ে চমকে দিচ্ছে বিশ্বকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্প্রিং টেম্পল বুদ্ধ, গুয়ান ইন অব দ্য সাউথ সি অব সানয়া, এম্পেররস ইয়ান ও হুয়াং, কুয়ানশু কুয়ানিয়ান গুয়াইন অব ওয়েশান প্রভৃতি। এছাড়া মিয়ানমারের লেকুন সেটকায়ার, জাপানের সিনদাই দায়কানন ও থাইল্যান্ডের গ্রেট বুদ্ধ অব থাইল্যান্ডও এ তালিকায় রয়েছে। -ওয়েবসাইট সোনার রাগবি বল! জাপানের রাজধানী টোকিওতে চলছে সোনার রাগবি বল প্রদর্শনী। ওজন তিন কেজি আট শ’ গ্রাম। খুব কাছ থেকে নিরেট সোনার বল দেখে অবাক হচ্ছেন দর্শকরা। কারণ একটি বিশাল রাগবি বল। দাম ৩৮ মিলিয়ন ইয়েন। ডলারে ধরলে দাম তিন লাখ ৭৩ হাজার ৫৭ ডলার। আগামী ২০১৯ সালে জাপানে বসবে রাগবি ওয়ার্ল্ডকাপের আসর। তার আগে রাগবি নিয়ে জনমনে উৎসাহ বাড়াতে খাঁটি সোনার এ বলটি তৈরি করে প্রদর্শনীর ব্যবস্থা করেছে জাপানের প্রথমসারির এক ডিজাইনার সংস্থা। -ওয়েবসাইট ৬০০ গলদা মুক্ত কানাডার বৌদ্ধ সন্ন্যাসীরা ৬০০টি জীবন্ত গলদাকে আর কারোর খাবার প্লেটে পড়তে দিল না। তারা তার আগেই পেল মহাসাগরে মুক্তি। বৌদ্ধ সন্ন্যাসীরা ৬০০টি গলদা কিনে তাদের মহাসাগরে ছেড়ে দেয়। তাদের প্রিন্স এডওয়ার্ড দ্বীপের পানিতে ছেড়ে দেয়া হয়। বুথিস্ট ইনস্টিটিউট সোসাইটির এক সন্ন্যাসী বলেছেন, আশা করছি ওদের জন্য আর কোন খাঁচা অপেক্ষা করছে না। গলদাগুলোকে তাদের জায়গায় ফিরিয়ে দিয়ে তিনি যথেষ্ট আনন্দিত বলেই জানিয়েছেন। -ওয়েবসাইট
×