ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শতকরা ৯০ ভাগ স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব

প্রকাশিত: ০৪:১৪, ১৯ জুলাই ২০১৬

শতকরা ৯০ ভাগ স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব

যেমন বলা হয়ে থাকে, স্ট্রোক যে কোন সময় যে কারও হতে পারে। কিন্তু গবেষকরা বলছেন, ৯০ শতাংশ স্ট্রোক প্রতিরোধযোগ্য। স্ট্রোক হওয়ার জন্য যেসব কারণ চিহ্নিত করা হয়েছে উচ্চ রক্তচাপ ও দুশ্চিন্তা সেগুলোর শীর্ষে হয়েছে। যেহেতু এ দুটি নিয়ামক নিয়ন্ত্রণযোগ্য তাই গবেষকরা স্ট্রোককে প্রতিরোধযোগ্য বলে মত দিয়েছেন। এএফপি। বিভিন্ন মহাদেশের ২৭ হাজার ব্যক্তির ওপর গবেষণাটি পরিচালিত হয়। যদিও অঞ্চলভেদে স্ট্রোকের নিয়ামকগুলোর মধ্যে কিছুটা তারতম্য লক্ষ্য করা গেছে, তবে শতকরা ৯০ ভাগ স্ট্রোকের কারণ উচ্চ রক্তচাপ ও দুশ্চিন্তা বলে চিহ্নিত করা হয়েছে। কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির ড. মার্টিন ও’ডানেল ও প্রফেসর সালিম ইউসুফের নেতৃত্বে পরিচালিত সমীক্ষায় ৩২টি দেশের গবেষকরা সংশ্লিষ্ট ছিলেন। স্ট্রোকে আক্রান্ত হওয়া ২২টি দেশের ৬ হাজার রোগীর অবস্থা পর্যালোচনা করেছেন গবেষকরা। তারা লক্ষ্য করেছেন স্ট্রোকের ৪৮ শতাংশ কারণ হাইপারটেনশন, ৩৬ শতাংশ কায়িক পরিশ্রম না করা, ২৬ শতাংশ অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাদ্যগ্রহণ, ২৩ শতাংশ ত্রুটিপূর্ণ খাদ্যাভাস, ১৮ শতাংশ স্থূলতা, ১২ শতাংশ ধূমপান, ৯ শতাংশ হার্টের সমস্যা, ৪ শতাংশ ডায়বেটিস, ৬ শতাংশ মাদক সেবন ও ৫ শতাংশ মানসিক চাপকে চিহ্নিত করা হয়। গবেষকরা বলছেন, যেহেতু কারণগুলো বেশিরভাগই নিয়ন্ত্রণযোগ্য তাই স্ট্রোককে তারা একটি নিরাময়যোগ্য স্বাস্থ্য সমস্যা হিসেবেই দেখছেন। বয়স এবং নারী-পুরুষের বিভেদ এখন বড় কোন ইস্যু নয়। ল্যান্সার সাময়িকীতে সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অভ্যুত্থানের হোতাদের মৃত্যুদ- দেয়ার ইঙ্গিত এরদোগানের সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করার পর এ ঘটনায় জড়িতদের নিঃশেষ করে দিতে ব্যাপক দমনাভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। অভ্যুত্থানের পরিকল্পনাকারীদের মৃত্যুদণ্ড দেয়ার সম্ভাবনাও নাকচ করেননি তিনি। দমনাভিযানে দেশজুড়ে এ পর্যন্ত প্রায় ৬ হাজার লোককে আটক করেছে তুরস্ক। আটককৃতদের মধ্যে রয়েছে, উচ্চপদস্থ সেনা সদস্যসহ ২ হাজার ৭০০ বিচারক। আরও ৫০ জনের বেশি সেনাকে রবিবার গ্রেফতার করা হয়েছে। আরও গ্রেফতার হতে পারে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী বেকির বোজদাগ। খবর ইয়াহু নিউজের। অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের ‘চরম মূল্য দিতে হবে’ বলে জানিয়েছেন এরদোগান। শহুরে পাখি মেজাজি শহুরে পাখি পল্লী এলাকার পাখির চেয়ে মেজাজি হয়ে থাকে। তারা থাকার জন্য জায়গা কম পায়, কিন্তু আত্মরক্ষার সরঞ্জামাদি বেশি ব্যবহার করতে পারে। এছাড়া মানুষও তাদের বেশি উত্ত্যক্ত করে থাকে। আরও আছে প্রাকৃতিক প্রভাব। যেমন শহুরে পাখি পল্লী পাখির তুলনায় আলো বাতাস কম পায়। মার্কিন গবেষকদের সমীক্ষার ফল বায়োলজি লেটার্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। -ইন্ডিয়া টিভি অতিরিক্ত পানি সরবরাহ নিজস্ব চাহিদা পূরণ করে সিঙ্গাপুর মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে পানি সরবরাহ করে থাকে। ১৯৬২ সালে সম্পাদিত চুক্তি অনুযায়ী সিঙ্গাপুর এটি করে আসছে। জোহর নদীর পানি বিশুদ্ধ করে প্রতিদিন ২৫ কোটি গ্যালন পানি সরবরাহ করছে সিঙ্গাপুর। অনিবার্য কারণ বশত জোহরের পানি সরবরাহ কেন্দ্রটি বন্ধ থাকায় তিন দিন ধরে সিঙ্গাপুরকে আরও ৬০ লাখ গ্যালন বেশি পানি সরবরাহ করতে হচ্ছে। -স্ট্রেইট টাইমস
×