ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ নিহত

প্রকাশিত: ০৮:৩৮, ১৮ জুলাই ২০১৬

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ব্যাটন রুজ শহরে বন্দুকধারীদের গুলিতে পুলিশের তিন সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। কর্মকর্তাদের ধারণা, কয়েকজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। খবর সিএনএনের। সন্দেহভাজন এক ব্যক্তি এয়ারলাইন হাইওয়েতে এ্যাসল্ট রাইফেল নিয়ে হাঁটছেÑ এমন খবর পেয়ে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থলে যায়। এ সময় বন্দুকধারীরা গুলিবর্ষণ শুরু করলে তিন পুলিশ সদস্য নিহত এবং তিন পুলিশ আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সন্দেহভাজনদের মধ্যে একজন নিহত হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, সন্দেহভাজন অপর দুইজন পালিয়ে গেছে। পুলিশ কালো পোশাক অথবা সেনাবাহিনীর পোশাক পরা সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। শহরটিতে সাম্প্রতিক সময়ে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা পর বন্দুকধারীদের হাতে পুলিশ নিহতের এ ঘটনা ঘটল। এর কিছুদিন আগে ডালাসে এক প্রতিবাদ মিছিলের প্রস্তুতির সময় বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হন। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে এ মিছিল আয়োজন করা হয়েছিল। যুক্তরাষ্ট্র্রের পুলিশের বিরুদ্ধে বাছ-বিচার না করেই কৃষ্ণাঙ্গদের ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে।
×