ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ালটন বিচ থ্রোবলে পুলিশ ও খেলাঘর চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:১৫, ১৮ জুলাই ২০১৬

ওয়ালটন বিচ থ্রোবলে পুলিশ ও খেলাঘর চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো শনিবার থেকে শুরু হয় ‘ওয়ালটন বিচ থ্রোবল প্রতিযোগিতা-২০১৬’। রবিবারই শেষ হয়েছে প্রতিযোগিতাটি। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। রানার্সআপ গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব ঢাকা এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন খেলাঘর সমাজকল্যাণ সংঘ ও রানার্সআপ হয়েছে যাত্রাবাড়ী স্পোর্টিং ক্লাব। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে রবিবার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজনটি। ফাইনালে বাংলাদেশ পুলিশ ২১-১৩, ২১-৭ গেমে (২-০ সেটে) গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। আর মহিলা বিভাগে খেলাঘর সমাজকল্যাণ ২১-১৩, ২১-৬ গেমে যাত্রাবাড়ী স্পোর্টিং ক্লাবকে হারায়। পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশের জিয়াউল হক। আর মহিলা বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খেলাঘরের দুলালী। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সেরা খেলোয়াড়কে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কক্সবাজার জেলার পুলিশ সুপার শ্যামল কুমার নাগ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ ও বাংলাদেশ থ্রোবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল-মামুনসহ অন্যরা। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৪ এবং মহিলা বিভাগে ৩ দল অংশ নেয়।
×