ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার ভেন্যুতে খেলা, বাদ গেল তিন

প্রকাশিত: ০৬:১৫, ১৮ জুলাই ২০১৬

চার ভেন্যুতে খেলা, বাদ গেল তিন

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার বাইরে খেলা নিয়ে আগে থেকেই আপত্তি করেছিল বেশ কয়েকটি ক্লাব। যে কারণে ৭ ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। শনিবার লীগের ভাগ্যনির্ধারণ করতে বাফুফে বিশেষ বৈঠকে বসে। কিন্তু সুরাহা না হওয়ায় রবিবার আবারও বাফুফে ভবনে মিলিত হন দেশের ফুটবলকর্তারা। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হয়েছে। সাত ভেন্যুতে হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়র লীগের খেলা। তিন ভেন্যু বাদ দিয়ে চার ভেন্যুতে খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ভেন্যুগুলো হলোÑ ঢাকার বঙ্গুবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম ও ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। বাদ পড়া ভেন্যু হলোÑ বরিশাল, রাজশাহী ও গোপালগঞ্জ স্টেডিয়াম। ফুটবলপাড়ায় গুঞ্জন, দেশে চলমান অস্থিরতার কারণেই কমানো হয়েছে ভেন্যু। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীও এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, ক্লাবগুলোর আপত্তি ও দেশের চলমান পরিস্থিতির কারণে আমরা ভেন্যু কমানোর সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য খেলা শুরু হবে আগের নির্ধারিত ২৪ জুলাই থেকেই। এ লক্ষ্যে বন্দর নগরী এখন প্রস্তুত। সফল আয়োজনের লক্ষ্যে রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন তথ্য জানান বিপিএল আয়োজক কমিটির উপদেষ্টা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ২০ জুলাই চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগের। ওইদিন আয়োজন করা হয়েছে জমজমাট কনসার্টের। পোপসম্রাজ্ঞী মমতাজ এবং ব্যান্ড দল এলআরবি উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশ করবেন বলে জানা গেছে। ওইদিন স্টেডিয়ামে ১২ দলের অধিনায়ক ও কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। প্রতিদিন ২টি করে খেলা দিনে এবং ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে মোট ২০ ম্যাচ। আজ বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে লীগের লোগো উন্মোচন করা হবে বলে জানিয়েছে বাফুফে। এছাড়া ট্রফি প্রদর্শন এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ১২ দলের উপস্থিতিতে। ভেন্যু বিষয়ে ক্লাবগুলোর যুক্তি ছিলÑ সাত ভেন্যুতে ঘুরে ঘুরে খেললে বাজেট সমস্যা এবং একই সঙ্গে খেলোয়াড়দের ওপর এর প্রভাব পড়বে। এর ওপর দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি তো আছেই।
×