ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিকা আতঙ্কে রিও যাচ্ছেন না টেনিস তারকারা

প্রকাশিত: ০৬:১৪, ১৮ জুলাই ২০১৬

জিকা আতঙ্কে রিও যাচ্ছেন না টেনিস তারকারা

স্পোর্টস রিপোর্টার ॥ রিও ডি জেনিরো অলিম্পিক ঘনিয়ে আসছে। এই আসরের বড় একটি শঙ্কার নাম জিকা ভাইরাস। আর সে কারণে একের পর এক তারকা ক্রীড়াবিদরা নাম প্রত্যাহার করছেন। বিশেষ করে টেনিস ইভেন্ট ক্রমেই তারকাশূন্য হয়ে পড়ছে। আগের দিন নাম প্রত্যাহার করে নিয়েছিলেন কানাডার মিলোস রাওনিক ও রোমানিয়ার সিমোনা হ্যালেপ। আর সর্বশেষ নাম প্রত্যাহারের তালিকায় নাম লেখালেন বিশ্বের ৮ নম্বর চেক প্রজাতন্ত্রের তারকা টমাস বার্ডিচ ও ১৬ নম্বর রাশিয়ান তারকা ক্যারোলিনা পিসকোভা। এছাড়াও বেশ কয়েকজন টেনিস তারকা আগেই সরে দাঁড়িয়েছেন অলিম্পিক থেকে। তারা হচ্ছেনÑ মার্কিন যুক্তরাষ্ট্রের জন ইসনার, অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম, অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিক ও নিক কাইরজিওস, স্পেনের ফেলিসিয়ানো লোপেজ, ইতালির মহিলা তারকা ফ্রান্সেসকা শিয়াভোন। এছাড়া বেলারুশের টেনিস সেনসেশন, বিশ্বের ৬ নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কা ইনজুরির জন্য এবং রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার কারণে থাকছেন না অলিম্পিকে। জিকা ভাইরাসের সংক্রমণ বেশ আগে থেকেই ঘটেছে ব্রাজিলে। সে কারণে বিভিন্ন ইভেন্ট থেকেই তারকা ক্রীড়াবিদরা নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন গলফ তারকা নাম প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া রাশিয়ার এ্যাথলেটিক্স দল ডোপ কেলেঙ্কারির জন্য নিষিদ্ধ হওয়ায় অলিম্পিকে অনেক তারকার ঘাটতি থাকবে। অংশ নেবেন না দক্ষিণ আফ্রিকার মেজর জয়ী গলফার লুইস ওসথুইজেন, ব্র্যানডেন গ্রেস ও চার্ল স্কোয়ার্টজেল। আর টেনিস প্রকৃতপক্ষে এবার তারকাশূন্যই হয়ে পড়ছে। ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার কারণে রাশিয়ার মারিয়া শারাপোভা ও ইনজুরির কারণে ভিক্টোরিয়া আজারেঙ্কা অংশ নিচ্ছেন না। আজারেঙ্কা এবার ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই হাঁটুতে আঘাত পাওয়ার পর সরে দাঁড়িয়েছিলেন। এরপর আর কোর্টেই নামেননি তিনি। এমনকি উইম্বলডনেও অংশ নিতে পারেননি। যদিও টুইটারে আরেকটি বিষয় জানিয়েছেন এ বেলারুশিয়ান সুন্দরী। প্রথম সন্তানের জননী হতে চলেছেন তিনি। ২০০৯ সালে কিম ক্লিস্টার্স কন্যা সন্তানের মা হওয়ার পর অবসর নেয়ার আগ পর্যন্ত আবার কোর্টে ফিরে তিনটি মেজরে শিরোপা জয় করেছিলেন। এ কারণে ২৬ বছর বয়সী আজারেঙ্কাও আপাতত টেনিস কোর্টে ফেরার কোন আগ্রহ দেখাচ্ছেন না। এত টেনিস তারকার অনুপস্থিতি এবার রিও অলিম্পিককে অনেকটাই বিবর্ণ করবে। এর মধ্যে যোগ দিলেন হ্যালেপও। ২৪ বছর বয়সী এ রোমান তারকা তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সিদ্ধান্ত নিয়েছি অলিম্পিক গেমসে প্রতিযোগিতা না করার। এই সিদ্ধান্তটা আমি নিয়েছি জিকা ভাইরাসের ভয়ঙ্কর প্রাদুর্ভাবের কারণে। আমি পরিবার এবং ডাক্তারদের সঙ্গে আলোচনার পর বুঝতে পেরেছি যে ক্যারিয়ার ও স্বাস্থ্যের জন্য এটা অনেক বড় ধরনের ঝুঁকি। অলিম্পিক অবশ্যই অনেক মর্যাদার একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। আশা করছি রোমান অলিম্পিক ও স্পোর্টস কমিটি এবং রোমানবাসীরা আমার এ সিদ্ধান্তকে সম্মান জানাবেন।’ হ্যালেপের ঘণ্টাখানেক আগে এবার উইম্বলডন রানার্সআপ রাওনিক নাম প্রত্যাহার করেন জিকা ভাইরাসের কারণেই। রাওনিক বেশ ভারাক্রান্ত হৃদয়েই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘পরিবার ও কোচদের সঙ্গে বেশ কয়েকবার আলোচনার পর আমি খুব কষ্টের সঙ্গেই জানাচ্ছি যে রিও অলিম্পিক গেমসে অংশ নিতে পারছি না।’
×