ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেইমারের স্বপ্ন অলিম্পিক স্বর্ণ

প্রকাশিত: ০৬:১৩, ১৮ জুলাই ২০১৬

নেইমারের স্বপ্ন অলিম্পিক স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জয়ের পরিসংখ্যানটাই তো তার বড় প্রমাণ। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকার শিরোপাটাও আটবার নিজেদের করে নিয়েছে সেলেসাওরা। কিন্তু শ্বৈল্পিক ফুটবলের দেশ ব্রাজিলের দুঃখ শুধুই অলিম্পিক। এখন পর্যন্ত অলিম্পিকের স্বর্ণপদকটাই যে, জেতা হয়নি তাদের। তবে ঘরের মাটিতে সেই আক্ষেপ ঘুচানোর দারুণ সুযোগ ব্রাজিলের। দলের প্রাণভোমরা নেইমারও রিও অলিম্পিকের স্বর্ণ জিততে মরিয়া। তাই তো কোপা আমেরিকায় খেলার সুযোগ থাকলেও সুকৌশলে তা এড়িয়ে অলিম্পিকে মনোযোগ দিয়েছেন বার্সিলোনার এই ব্রাজিলিয়ান। সম্প্রতি এক সাক্ষাতকারে অলিম্পিকে খেলার সীমাহীন আগ্রহের কথা নিজের মুখেই স্বীকার করেছেন নেইমার। এ বিষয়ে ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘বার্সিলোনা দুটি টুর্নামেন্টে খেলাতে চায়নি। তাই আমাকেই বাছাই করে নিতে বলেছিল। আমি অলিম্পিককেই বেছে নিই। অন্য কোন ক্লাব হলে দ্বন্দ্ব লেগে যেত তবে বার্সিলোনা তা খুব ভালভাবেই সমাধান করেছে। তারা আমাকে বাছাই করার সুযোগ দিয়েছে এবং আমি অলিম্পিককেই বাছাই করে নিই।’ ২০১৪ সালে নিজ দেশে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পান নেইমার। কিন্তু তার জন্য তা ছিল রীতিমতো দুঃস্বপ্নের বিশ্বকাপ। চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছিলেন তিনি। এরপর সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হার। যা ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয়। বিশ্বকাপের পর এবার নিজের দেশ কর্তৃক আয়োজিত অলিম্পিকে খেলতে যাচ্ছেন নেইমার। অনুর্ধ ২৩ ফুটবলারদের মধ্যে নেইমার ছাড়াও রয়েছেন বেয়ার্ন মিউনিখের ডগলাস কস্তা এবং পালমেইরাসের গোলরক্ষক ফার্নান্দো প্রাস। এছাড়াও রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ডিফেন্ডার মারকুইনহোস, নেইমারেরই ক্লাব সতীর্থ রাফিনহা, ল্যাযিও মিডফিল্ডার ফিলিপ এন্ডারসন এবং দেশটির উদীয়মান তারকা গ্যাব্রিয়েল বারবোসা। অলিম্পিকে ব্রাজিল ‘এ’ গ্রুপের দল। যেখানে তারা দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্কের বিপক্ষে লড়বে। আগামী ৩ আগস্ট ব্রাসিলিয়ার মানে গারিনচার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে স্বাগতিক ব্রাজিল মাঠে নামবে। একমাত্র বড় টুর্নামেন্ট হিসেবে অলিম্পিক ফুটবলে এখনও সেরার মর্যাদা দখল করতে পারেনি সেলেসাওরা। তবে ১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ অলিম্পিকে তিনবার রৌপ্য পদক জিতেছে। ১৯৯৬ ও ২০০৮ সালে এসেছিল ব্রোঞ্জপদক। এবার স্বর্ণপদক জিততে রজারিও মিকেলের দৃষ্টিও থাকছে নেইমারের ওপর। তার বিশ্বাস, ‘নেইমারই পার্থক্য গড়ে দেয়ার মতো খেলোয়াড়। ও বিশ্বের সেরাদের একজন। যে কোন দলই ওকে পেলে খুশি হবে। আমাদের দলের জন্যও অনেক বড় পাওয়া।’ চার বছর আগে লন্ডন অলিম্পিকে ফাইনালে উঠেও রুপার পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল নেইমারকে। সেবার নিয়ে মোট তিনবার অলিম্পিকে রানার্সআপ হয়েছে ব্রাজিল। এবার কী আক্ষেপ ঘুচবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের? সেলেসাও সমর্থকদের অপেক্ষা এখন সেটাই দেখার। এদিকে কোপা আমেরিকার শিরোপা জিততে ব্যর্থ হলেও রিও অলিম্পিকে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কোচ হিসেবে থাকছেন জেরার্ডো মার্টিনো। কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে আর্জেন্টিনার হারের পর জাতীয় দলকে বিদায় বলে দেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এই ঘোষণায় মেসির পাশাপাশি বিদায়ের ঘোষণা দিয়েছেন সার্জিও এ্যাগুয়েরো, জাভিয়ের মাসচেরানো ও এ্যাঞ্জেল ডি মারিয়া। মার্টিনোর কোচের পদে থাকা নিয়েও উঠেছিল প্রশ্ন। আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হবে অলিম্পিকের আসর। সেখানে বিপর্যস্ত আর্জেন্টিনাকে নিয়ে কতদূর এগুতে পারবেন মার্টিনো সেই উত্তর এখন সময়ের হাতে। তবে মেক্সিকো, জার্মানি. কলম্বিয়া কিংবা পর্তুগালের মতো দলগুলো নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই শুরু করবে অলিম্পিকের মিশন। অলিম্পিকের ফুটবল দল গ্রুপ এ : ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরাক, ডেনমার্ক গ্রুপ বি : সুইডেন, কলম্বিয়া, নাইজিরিয়া, জাপান গ্রুপ সি : মেক্সিকো, জার্মানি, ফিজি, দক্ষিণ কোরিয়া গ্রুপ ডি : আর্জেন্টিনা, পর্তুগাল, হুন্ডুরাস, আলজিরিয়া
×