ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চেলসির হার, কন্তের শুরু পরাজয়ে

প্রকাশিত: ০৬:১৩, ১৮ জুলাই ২০১৬

চেলসির হার, কন্তের শুরু পরাজয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব চেলসির হয়ে যাত্রা শুরু করেছেন এ্যান্তনিও কন্তে। শনিবার নিজের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব রেপিড ভিয়েনার মুখোমুখি হয়েছিল তার দল চেলসি। কিন্তু নিজের প্রথম ম্যাচেই হার। অখ্যাত ক্লাব রেপিড ভিয়েনার বিপক্ষে লজ্জাজনক পারফর্মেন্স উপহার দিল কন্তের শিষ্যরা। রেপিড ভিয়েনার কাছে এদিন ২-০ গোলে হেরেছে এ্যান্তনিও কন্তের চেলসি। অথচ দলের সেরা সেরা তারকাদের নিয়েই এদিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামে চেলসি। অভিজ্ঞ জন টেরি, দিয়েগো কস্তা, অস্কার কিংবা উইলিয়ান সকলেই খেলেছেন রেপিড ভিয়েনার বিপক্ষে। কিন্তু তারপরও এমন হার। কিছুতেই মানতে পারছে না চেলসির ভক্ত অনুরাগীরা। ২০১৪-১৫ মৌসুমে প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হয় ব্লুজরা। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা বেশি দিন ধরে রাখতে পারেনি প্রিমিয়ার লীগের এই জায়ান্ট ক্লাবটি। যার ফলে পয়েন্ট টেবিলের দশম স্থানে থেকে প্রিমিয়ার লীগের গত মৌসুম শেষ করে চেলসি। যার কারণেই অভিজ্ঞ কোচ জোশে মরিনহোকে বরখাস্ত করে ক্লাব কৃর্তপক্ষ। স্পেশাল ওয়ানের উত্তরসূরি হিসেবেই নিয়োগ পান সাবেক এ্যান্তনিও কন্তে। ইতালির এই কোচের অধীনে প্রথম ম্যাচেই নিষ্প্রভ চেলসি। তবে প্রাক মৌসুমের এই প্রস্তুতি ম্যাচে হারলেও মূল মঞ্চে নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টাই করবেন কন্তে। কারণ তার শিষ্যদের নিয়ে সন্তুষ্ট সদ্যসমাপ্ত ইউরোতে ইতালিকে কোয়ার্টার ফাইনালে তোলা এ্যান্তনিও কন্তে। বিশেষ করে ইডেন হ্যাজার্ড এবং দিয়েগো কস্তার দিকে অতিরিক্ত নজর দিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তার অভিমত হলো, ‘আমাদের দলে অসাধারণ প্রতিভার খেলোয়াড় রয়েছে। যে দলে হ্যাজার্ডের মতো খেলোয়াড় রয়েছে সেখানে তো স্বাভাবিকভাবেই প্রত্যাশাটা অনেক বেশি। হ্যাজার্ডের সঙ্গে ইতোমধ্যেই কথা বলেছি আমি। তার বিষয়ে আমি খুবই সন্তুষ্ট। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্যাজার্ডকে দ্রুতই সুস্থ করে তোলা। তার মতো চমৎকার খেলোয়াড়ের সঙ্গে অনুশীলন করে আমি খুব সন্তুষ্ট। চেলসিতে হ্যাজার্ডের মতো অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যেমন দিয়েগো কস্তা ...।’ এখানেই থেমে থাকেননি কন্তে, বললেন তার দলে এমন সব খেলোয়াড় আছেন যারা পরিশ্রম করলেই মেসি-রোনাল্ডোর মতো হতে পারবেন। এ প্রসঙ্গে কন্তে বলেন, ‘আমাদের দলে চমৎকার খেলোয়াড় রয়েছে। কিন্তু এই মুহূর্তে মনে করি না যে তারা মেসি, সুয়ারেজ (লুইস), নেইমার, ক্রিশ্চয়ানো রোনাল্ডো কিংবা পগবার (পল) মতো।
×