ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাশিয়ার ক্রীড়া দল নিষিদ্ধের দাবি যুক্তরাষ্ট্র ও কানাডার

প্রকাশিত: ০৬:১৩, ১৮ জুলাই ২০১৬

রাশিয়ার ক্রীড়া দল নিষিদ্ধের দাবি যুক্তরাষ্ট্র ও কানাডার

স্পোর্টস রিপোর্টার ॥ নিষিদ্ধ ড্রাগ গ্রহণ করে নৈপুণ্য বাড়ানো এবং রক্তে উদ্দীপনা বৃদ্ধির জন্য এ্যাথলেটদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে। এমনটাই অভিযোগ রাশিয়ার বিপক্ষে। বিশেষ করে দেশটির ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের বিপক্ষে এর ব্যাপক হারে অপব্যবহার বিভিন্ন তদন্তে বের হয়ে আসে। সে কারণে এ্যাথলেটিক্স ফেডারেশন্সের আন্তর্জাতিক সংস্থা (আইএএএফ) নিষেধাজ্ঞায় এবার রিও ডি জেনিরোয় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে তারা অংশ নিতে পারবেন না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও (আইওসি) সেটার প্রতি সমর্থন জানায়। কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট ও কানাডার ডোপবিরোধী সংস্থা আহ্বান জানিয়েছে রিও অলিম্পিক থেকে সার্বিকভাবেই নিষিদ্ধ করার। কারণ ২০১৪ সালে সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে এ্যাথলেটদের ড্রাগ গ্রহণের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছে রাশিয়ান কর্তৃপক্ষ। এই ডোপ পাপের ব্যাপকতার তদন্ত প্রতিবেদন অচিরেই পেশ করবে যুক্তরাষ্ট্র ও কানাডার ডোপবিরোধী সংস্থা। দু’দেশের সংস্থা দুটি আহ্বান জানিয়েছে শুধু ট্র্যাক এ্যান্ড ফিল্ড নয়, সব ক্রীড়া থেকেই এবার রিও অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করা হোক। গত নবেম্বরেই সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয় আইএএএফ। বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ডব্লিউএডিএ) এক তদন্ত প্রতিবেদন পেশ করার মাধ্যমে রাশিয়ার এ্যাথলেটদের মধ্যে নির্ষিদ্ধ ড্রাগ সেবনের মাত্রাতিরিক্ত পরিমাণের চিত্রটা ফুটিয়ে তোলে। এমনকি এই এ্যাথলেটদের ডোপপাপে জড়িয়ে পড়ার পেছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে এমন অভিযোগও ছিল ডব্লিউএডিএ’র প্রতিবেদনে। এরপর থেকেই সাময়িকভাবে নিষেধাজ্ঞার খড়গ ঝুলছিল ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের ওপর। কিন্তু ডোপবিরোধী কর্মকা-, প্রচারে বেশ শক্ত ব্যবস্থায় নিয়েছিল রাশিয়ার এ্যাথলেটিক্স ফেডারেশন (রুসাফ), রাশিয়ার ডোপবিরোধী সংস্থা (রুসাডা) এবং সরকার। এমনকি ডোপবিরোধী সংস্থাকে ঢেলে সাজিয়েছিল, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে এনে সবকিছু পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত প্রায় ৭৪০ ডোপপাপের ঘটনাও শনাক্ত করে। সেজন্য এবার অলিম্পিকে অংশগ্রহণের দ্বার খুলে দেয়া হবে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু ১৭ জুন সেই সিদ্ধান্তে যখন আইএএএফ বসবে তার তিনদিন আগেই আরও দুই এ্যাথলেট ডোপপাপে নিষিদ্ধ হওয়াতে রাশিয়ার অলিম্পিক অংশগ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি সহজ হয়ে যায়। ২০১২ অলিম্পিকে ৮০০ মিটারে চ্যাম্পিয়ন মারিয়া স্যাভিনোভা এবং ব্রোঞ্জজয়ী একাতেরিনা পোইস্টোগোভাকে ড্রাগ গ্রহণের জন্য নিষিদ্ধ করা হয়। তাই রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের ওপরও নিষেধাজ্ঞা বহাল থাকে। রিও অলিম্পিকে রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ডের ক্রীড়াবিদরা শুধুই দর্শক। আইএএএফের সিদ্ধান্তকে সমর্থন জানায় আইওসি। সে কারণে সিদ্ধান্তটি পরিবর্তন হয়ে যাওয়ার কোন সম্ভাবনাও নেই। কিন্তু অন্যান্য ক্রীড়াবিদরা বাকি ইভেন্টগুলোয় অংশ নিতে পারবেন অলিম্পিকে। সেটার ওপরও নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে এবার। কারণ সোচি শীতকালীন অলিম্পিকের তদন্ত শেষে অচিরেই যুক্তরাষ্ট্র ও কানাডার ডোপবিরোধী সংস্থার নিয়োজিত গোয়েন্দা দলের তদন্ত প্রতিবেদনে আরও বড় ধরনের ডোপপাপের বিষয়াদি উঠে আসছে। সেখানে পরিষ্কারভাবে আহ্বান জানানো হয়েছে শুধু ট্র্যাক এ্যান্ড ফিল্ড নয় রাশিয়ার সব এ্যাথলেট ও ক্রীড়াবিদকেই এবার রিও অলিম্পিকে অংশগ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হোক।
×