ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ময়মনসিংহের দুটি আসনে উপনির্বাচন ॥ কড়া নিরাপত্তা

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ জুলাই ২০১৬

আজ ময়মনসিংহের  দুটি আসনে  উপনির্বাচন ॥  কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ-১ ও ৩ আসনের উপনির্বাচন আজ সোমবার। সকাল ৮টা থেকে এ দুটি আসনের ভোট গ্রহণের সব আয়োজন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচনী এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। কমিশনের পক্ষ থেকে এ নির্বাচনে যাতে জঙ্গী হামলার মতো কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সচেতন থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে দুটি আসনের ২২০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ময়মনসিংহ-১ আসনে ১৯টি ইউনিয়নে রয়েছে ১৩৩টি ভোট কেন্দ্র। এছাড়াও ময়মনসিংহ-৩ আসনে ১০টি ইউনিয়নে ৮৭টি ভোটকেন্দ্র রয়েছে। দুটি আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন মোট ৭ জন। এদের মধ্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছাড়া অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। ইসি জানিয়েছে, ময়মনসিংহ-১ আসনের (হালুয়াঘাট-ধোবাউড়া) উপনির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে রয়েছেন প্রয়াত প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলিমা খাতুন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬৯৪ জন। এদিকে ময়মনসিংহ দুটি আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে ১৬ জুলাই থেকে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামীকাল ১৯ জুলাই মঙ্গলবার পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনের জন্য মোতায়েন থাকবে। এছাড়াও ইসি কর্মপরিকল্পনা অনুযায়ী সাধারণ ভোটকেন্দ্রে ২২ জন ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ২৪ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত করা হয়েছে। এর বাইরে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১২৩টি টিম, র‌্যাবের ৩১টি ও বিজিবির সাত প্লাটুন সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এদিকে দেশে পরপর দু’বার জঙ্গী হামলার প্রেক্ষাপটে ময়মনসিংহের দুটি আসনের উপনির্বাচনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে নির্বাচন কমিশন। এই গুরুত্ব বিবেচনায় নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকও সম্পন্ন করেছে কমিশন।
×