ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী শিশুদের সহায়তায় কঞ্জুসের প্রদর্শনী ২৯ জুলাই

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ জুলাই ২০১৬

প্রতিবন্ধী শিশুদের সহায়তায় কঞ্জুসের প্রদর্শনী ২৯ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ মানবজীবনের গল্প নিয়েই নির্মিত হয় মঞ্চনাটক। এক অর্থে যাপিত জীবনের চলমানতারই প্রকাশ হচ্ছে নাটক। সেখানে থাকে কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের আকাক্সক্ষা। একইভাবে মানবিক বোধ জাগাতেও ভূমিকা রাখে অনন্য এই শিল্প-মাধ্যমটি। কখনও বা পরোক্ষ সহযোগিতা ছাপিয়ে জীবনের জন্য বাড়িয়ে দেয় প্রত্যক্ষ মানবিক সহায়তা। সেই সুবাদে এবার প্রতিবন্ধী শিশুদের সহায়তায় এগিয়ে এসেছে নাট্যসংগঠন লোক নাট্যদল (বনানী)। অমরজ্যোতি বিশেষায়িত স্কুল নামের প্রতিবন্ধী শিশুদের পাঠশালার আর্থিক সহায়তায় মঞ্চস্থ হবে দলটির জনপ্রিয় কঞ্জুস। আগামী ২৯ জুলাই সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির বিশেষ প্রদর্শনী হবে। এ প্রসঙ্গে লোক নাট্যদলের প্রচার সম্পাদক অর্জুন কুমার দাস জনকণ্ঠকে বলেন, প্রতিটি নাগরিকের সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত। থিয়েটার কর্মীরাও এর বাইরে নন। সেই দায়বদ্ধতা থেকেই আমরা এবার প্রতিবন্ধী শিশুদের স্কুলকে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছি। কঞ্জুস নাটকের ৬৭৩তম প্রদর্শনীতে দর্শনীর পুরো টাকাই ওই স্কুলটির শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। এছাড়া টিকেটের বাইরেও কেউ চাইলে প্রতিবন্ধী শিশুদের স্কুলটিকে সহায়তা করতে পারবেন। এর আগেও আমরা ক্যান্সার আক্রান্ত সিরাজগঞ্জের এক থিয়েটার কর্মীর জন্য কঞ্জুসের প্রদর্শনী করেছি। ফরাসী নাট্যকার মলিয়েরের বিখ্যাত কমেডি ‘দি মাইজার’ অবলম্বনে কঞ্জুস নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। পুরান ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবনধারার ওপর রূপান্তরিত বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক কঞ্জুস। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল হারুন, কামরুন নূর চৌধুরী, জাহিদুর রহমান পিপলু, ইউজিন গোমেজ, নূরুল ইসলাম খান রতন, সামসাদ বেগম, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, তানজিনা রহমান, আবুতাহের লিটন আকাশ, সুধাংশু নাথ প্রমুখ। কামরুন নূর চৌধুরীর পোশাক পরিকল্পনায় আলোক পরিকল্পনা করেছেন জি এম সিরাজুল হোসেন। প্রসঙ্গত, অলাভজনক সংস্থা ডিআরআরএ পরিচালিত ‘অমরজ্যোতি বিশেষায়িত স্কুল’ রাজধানীর বাড্ডা বস্তি এলাকায় অবস্থিত। নিম্ন আয়ের দরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশু-কিশোররা স্কুলটি থেকে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। অটিস্টিক, সেরিব্রাল পল্সি, ডাউন’স সিনড্রোম, বাক ও শ্রবণপ্রতিবন্ধী, দৃষ্টি ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরা স্কুলটির সেবা পেয়ে থাকে। পাঠশালাটির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার ধরন ও প্রকৃতি উপযোগী সমন্বিত পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা ও পুনর্বাসন সেবা প্রদান করা হয়। অমরজ্যোতি স্কুলে প্রতিবন্ধী শিশুরা প্রাক-স্কুল শিক্ষা, স্বাস্থ্য পুনর্বাসন, পুষ্টিযুক্ত খাবার, উপযোগী এবং টেকসই প্রাথমিক ও কারিগরি শিক্ষা পেয়ে থাকে।
×