ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসলাম চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ, আরও এক মামলা

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ জুলাই ২০১৬

আসলাম চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ, আরও এক মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর ১০ দিনের রিমান্ড আবেদন নাকচ করে দিয়েছে আদালত। রবিবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন কোতোয়ালি থানা পুলিশের দাখিল করা আবেদনটি ফিরিয়ে দেন। শুনানিতে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদ করে পূর্বের আদেশ প্রতিপালন করে তারপর রিমান্ডের আবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এদিকে, ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শনিবার রাতে আসলাম চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ পরিচালক মানিক লাল বাদী হয়ে নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। আদালত সূত্র জানায়, এর আগে একই মামলায় গত ১১ জুলাই প্রথম দফায় আসলাম চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছিল কোতোয়ালি থানা পুলিশ। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। জেলগেটে জিজ্ঞাসাবাদ না করায় আদালত পূর্বের আদেশ প্রতিপালন করার পর রিমান্ডের আবেদন করতে নির্দেশ দিয়েছেন। এর আগে শনিবার রাতে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুদক। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ পরিচালক মানিক লাল বাদী হয়ে শনিবার রাতে নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসলাম চৌধুরী ছাড়া আরও ৫ জনকে আসামি করা হয়েছে। অপর আসামিদের মধ্যে তার স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেডে’র চেয়ারম্যান জামিলা নাজনিন মাওলা ও ছোট ভাই রাইজিং স্টিল মিল লিমিটেড’র এমডি আমজাদ হোসেন চৌধুরী, রাইজিং স্টিল মিল লিমিটেড’র পরিচালক মোঃ জসিম উদ্দিন, এবি ব্যাংকের সাবেক ডিএমডি (হেড অব ক্রেডিট) বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (হিসাব ও অডিট) বদরুল হক খান ও এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।
×