ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৪, ১৮ জুলাই ২০১৬

টুকরো খবর

এক রশিতে পিতা পুত্রের লাশ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ কাহারোল উপজেলায় রবিবার সকালে একই রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাবা ও ৭ বছরের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সুন্দরপুর ইউনিয়নের পূর্ব সাদিপুর গ্রামের নিজ বাড়ি থেকে জিন্নাত আলী (৩০) ও তার ছেলে মুন্নার (৭) লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিন্নাত ওই এলাকায় রিক্সা চালাতেন। তার ছেলে মুন্না স্থানীয় সাধনা আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। জিন্নাতের মা তারা বানু জানান, তিন বছর আগে জিন্নাতের স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার পর মুন্না তাদের সংসারেই থাকত। রবিবার সকালে মুন্নাকে ঘরে রেখে তিনি কাজে বেরিয়ে যান। দুপুরে বাড়ি ফিরে ছেলে ও নাতির ঝুলন্ত লাশ দেখে তারা থানায় খবর দেয়। পুলিশ জানায়, ছেলেকে ফাঁস দিয়ে হত্যার পর নিজে সেই রশিতে ঝুলে জিন্নাত আলী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার ॥ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ জুলাই ॥ সিংড়ায় গোপন বৈঠকের সময় মিজানুর রহমান নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি ল্যাপটপ ও ৩টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে। আটক মিজানুর রহমান উপজেলার বড়বারইহাটি এলাকার মেহের আলী মাস্টারের ছেলে। সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত দাস জানান, সিংড়া উপজেলার বড়বারইহাটি এলাকায় আনসারুল্লাহ বাংলা টিমের ৬-৭ জন সদস্য গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাকিরা পালিয়ে গেলেও আটক করা হয় মিজানুর রহমানকে। এ সময় মিজানুর রহমানের ব্যবহৃত একটি ল্যাপটপ, ৩টি জিহাদী বই উদ্ধার করা হয়। এদিকে, শনিবার ভোরে মিজানুর রহমানকে আটক করা হলেও জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়। আটক মিজানুর রহমানকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করে পুলিশ। মিঠু হত্যা প্রচেষ্টা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৭ জুলাই ॥ জনকণ্ঠের পিরোজপুর সংবাদদাতা শফিউল হক মিঠু হত্যা প্রচেষ্টা মামলার সাক্ষ্যগ্রহণ রবিবার শুরু হয়েছে। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক আদালতে মামলার বাদী শফিউল হক মিঠু সাক্ষ্য দেন। দীর্ঘ ১৩ বছর পর আসামিদের অনুপস্থিতে মামলার বিচার কার্য শুরু হয়। মামলার বাদী পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি কাজী জাকির হোসেন। উল্লেখ্য, ২০০৩ সালের ২৮ ডিসেম্বর জামায়াত-বিএনপির ক্যাডাররা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করে মিঠুকে। ট্রলার ডুবে মৃত ১ নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৭ জুলাই ॥ ধর্মপাশা উপজেলার ধারাম হাওড়ে রবিবার ট্রলারডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই গ্রামবাসী আবদুস ছাত্তার (৬০) নামে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। তার বাড়ি তাহিরপুর উপজেলার বেতগড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী জানান, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পাথরঘাটা ট্রলারঘাট থেকে সকালে ২০-২৫ জন যাত্রী ও মালামাল নিয়ে ট্রলারটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটের উদ্দেশে যাত্রা করে। সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাপাসিয়ায় এক সাংবাদিকের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার শিকার অনলাইন পূর্বপশ্চিমবিডি.নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান জানান, রবিবার রাত তিনটার দিকে তাদের বাড়ির একটি ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তিনি আরও জানান, তিনি পেশাগত কারণে গাজীপুর শহরে থাকেন। বাড়ি গেলে তিনি এই ঘরে থাকতেন। তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই ঘরে আগুন দিয়েছে বলে তার ধারণা। ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতার ওপর হামলা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রবিবার বিকেল পাঁচটায় ঈশ্বরদী বাজারের ১ নং গেটের সামনের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে বের করা মোটরসাইকেল বহরে অতর্কিত ককটেল হামলা করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সমর্থিত একটি গ্রুপ এই হামলা চালায়। হামলায় অন্তত ২০ রাউন্ড গুলি, ২২টি ককটেল বিস্ফোরণ ও পুলিশের ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রগতি চায়নিজ রেস্তরাঁ, প্রাইম ব্যাংক ও রাস্তার দু’পাশের বেশ কিছু দোকান ভাংচুর করা হয়। কুমিল্লায় ককটেল বিস্ফোরণ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৭ জুলাই ॥ মহানগরীর চর্থা আবাসিক এলাকায় তিনটি শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার শেষ রাতে চর্থার সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক সৈয়দ রাশেদ আবদুল্লা জানান, হঠাৎ ককটেল বিস্ফোরণের বিকট শব্দে সবাই জেগে ওঠে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আছন্ন হয়ে যায় এবং বিভিন্ন কক্ষের টিউব লাইটসহ অন্যান্য লাইট ভেঙ্গে যায়। বাসার লোকদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানাতে পারেনি বাড়ির মালিক রাশেদ আব্দুল্লা। জিকু অপহরণ নাটকের অবসান স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবশেষে সদর ইসলামাবাদে জুনাইদ হোসেন জিকু অপহরণ ও কথিত লাশ উদ্ধার নাটকের অবসান হয়েছে। রবিবার ভোরে ৫টি বন্দুক ও ১৪ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী ওই জিকুকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তার দেয়া তথ্য মতে ইসলামাবাদ সিকদারপাড়া থেকে কায়েস নামে আটক করা হয়েছে আরও এক সন্ত্রাসীকে। কায়েস ওই এলাকার মুহাম্মদ আলম সিকদারের পুত্র এবং জিকু সাবেক চেয়ারম্যান মনসুর আলমের (বলি মনসুর) পুত্র। কুমিল্লায় যুবকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৭ জুলাই ॥ রফিকুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার জেলার সদর দক্ষিণ উপজেলার পেরুল ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আবদুর রশিদের ছেলে। জানা যায়, রফিকুল ইসলাম (২৩) শনিবার রাত ১০টার দিকে খাবার খাওয়ার পর বাড়ির বাইরে যায়। পরে গভীর রাত পর্যন্ত সে আর বাড়ি ফিরে আসেনি। এতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পায়। রবিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পাখির অভয়াশ্রম স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ গাছে গাছে মাটির ভাঁড় বেঁধে দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সহায়তায় উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। পরে প্রাণ বৈচিত্র্য রক্ষায় উপজেলা পরিষদ চত্বরের গাছে গাছে ১৫০টি মাটির ভাঁড় বেঁধে দেন শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্যরা। শাহজাদপুরে নৌকার মাঝিকে হত্যা সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৭ জুলাই ॥ শাহজাদপুরে নৌকার মাঝিকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। জানা গছে, শনিবার রাতে দুর্বৃত্তরা উপজেলার রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত কোরবান সরকারের পুত্র নৌকার মাঝি মোঃ ছালাম ও তার পুত্র রঞ্জুকে রাউতরা দলাই নদীর তীরে নিয়ে ছালাম সরকারকে (৫২) হত্যা করে ও ছালামের পুত্র রঞ্জুকে (২২) আহত করে মৃত ভেবে ফেলে রেখে নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে লোকজন নদীর তীরে লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। ট্রলারে জলদস্যুদের হামলা ॥ নিহত এক নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৭ জুলাই ॥ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার মনপুরা উপজেলার ট্রলার এফ বি শারমিন জলদস্যুদের কবলে পড়েছে। এ সময় জলদস্যুদের গুলিতে ট্রলারের জেলে মহসিন (৪২) নিহত ও অপর ২০ জেলে আহত হয়েছেন। নিহত মহসিনের বাড়ি মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আনন্দবাজার এলাকায়। রবিবার ভোরে চট্টগ্রাম গ্যাসফিল্ড সংলগ্ন সাগরে এ ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু বিকেল পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। খুবিতে ভর্তি পরীক্ষা ৩ থেকে ৫ নবেম্বর স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৩, ৪ ও ৫ নবেম্বর ২০১৬ অনুষ্ঠিত হবে। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার সভায় উপস্থিত ছিলেন। বিদ্যুতস্পৃষ্টে রবির ২ কর্মীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৭ জুলাই ॥ দাউদকান্দিতে রবি টাওয়ারে থ্রিজি লাইনের মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। জানা যায়, শনিবার রাত ৮টায় উপজেলার ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রাউতারা গ্রামের মেহেদি হাসান ও সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার জালালাবাদ গ্রামের মোহাম্মদ আলী। দৌলতপুরে ছাত্র নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে বিদ্যুতস্পর্শে অন্তর (১৩) নামের সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামে নিজ বাড়ির টিওবয়েলের সঙ্গে থাকা পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পবিপ্রবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৭ জুলাই ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে কোটা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। রবিবার বেলা ১১টায় পবিপ্রবির প্রধান ফটকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আবদুল লতিফ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেনÑ বীরমুক্তিযোদ্ধা কাজী আবদুল মোতালেব, চাঁন মিয়া তালুকদার, সোহরাফ শরীফ, আবদুল হাকিম খান প্রমুখ। বক্তারা বলেন, পবিপ্রবির বর্তমান উপাচার্য ড. শামসুদ্দীন চাকরিতে কোটা সংরক্ষণ না করে মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করেছেন। সরাসরি সাক্ষাত করতে গেলে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেছেন, যা জাতির কাছে অত্যন্ত নিন্দনীয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দও একাত্মতা প্রকাশ করেছেন। ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মামলা নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৭ জুলাই ॥ দুর্গাপুরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করায় শনিবার রাতে দুর্গাপুরে ওষুধ ব্যবসায়ী দ্বীন ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মুক্তিযোদ্ধার সন্তান। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দুর্গাপুর বাজারের ওষুধ ব্যবসায়ী দ্বীন ইসলাম তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল কটূক্তি করায় এলাকায় হৈ চৈ পড়ে যায়। রাতে পৌর শহরের মাছ বাজার এলাকার মৃত মুক্তিযোদ্ধা রাইজ উদ্দিনের ছেলে বাপ্পন সিকদার দ্বীন ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। কলেজছাত্রীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোবাইল ফোন কিনে না দেয়ায় জেলায় আত্মহত্যা করেছে সূর্যী খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী। শনিবার রাতে নগরীর সাধুর মোড় এলাকার নিজ বাড়িতে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। সে নগরীর খাদেমুল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ ॥ আহত ৪০ জনকণ্ঠ ডেস্ক ॥ গাইবান্ধার ঝিনাইদহ, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, সাভার ও বরগুনায় সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ ৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। গাইবান্ধা ॥ সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকায় মালবাহী পিকআপভ্যানের নিচে চাপা পড়ে সিফাত আকন্দ (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঝিনাইদহ ॥ ঝিনাইদহে বাসের ধাক্কায় ইমন হোসেন (২৫) নামের এক আলমসাধু যাত্রী নিহত হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে ইমন হোসেন দশমাইল বাজার থেকে আলমসাধুযোগে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথিমধ্যে ডাকবাংলা বাজারের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে ইমনসহ ৩ জন আহত হয়। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ী নামক স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী (৪৫) নামে এক ট্রাকচালক নিহত ও ২০ জন আহত হয়েছে। শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। রায়পুর, লক্ষ্মীপুর ॥ রায়পুরে চিংড়িবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে রবিউল ইসলাম (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় হেলপার মোস্তাকিনসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোরে রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের খাইল্লার পোল এলাকার কুড়িরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাভার ॥ সাভারে ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী (৩০) নিহত হয়েছেন। রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আমতলী, বরগুনা ॥ রবিবার সকালে আমতলী ডাক্তারবাড়ী বাসস্ট্যান্ডে বিআরটিসি ও আবদুল্লাহ পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বাসচালকসহ ৪ জনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। শিক্ষাবিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৭ জুলাই ॥ কচুয়ায় অটিজমসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একীভূত শিক্ষা বিষয়ক প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। রবিবার ইউআরাসি মিলনায়তনে সকল শিশুদের প্রাথমিক শিক্ষার আওয়তায় সম্পৃক্ত করার লক্ষ্যে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এ সময় উপস্থিত প্রশিক্ষক হিসেবে ছিলেন চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির উদ্দিন, খোরশেদ আলম প্রমুখ। শিং ওয়ালা মানুষ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৭ জুলাই ॥ শতবর্ষী আয়াত আলী নামে এক শিং ওয়ালা মানুষের সন্ধান পাওয়া গেছে। মাথায় শিং গজানো মানুষটিকে একনজর দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন উৎসুক জনতা। জানা গেছে, শিং গজানো মানুষ আয়াত আলী সেকের বাড়ি জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত সাইবুল্লাহ সেকের ছেলে। গত ১৪ জুলাই দুপুরে আয়াত আলী প্রচ- ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন জামালপুর সদর হাসপাতালে। টেকনাফে আনসার ক্যাম্পে হামলা পরিকল্পিত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আনসার ব্যারাকে হামলা, আনসার কমান্ডার হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। চার দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অরুণ পাল তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। টেকনাফ মুচনি ক্যাম্পের ডি-ব্লকের ৭২৯নং শেডের ৫নং রুমের রোহিঙ্গা ডাকাত রফিক ওরফে মামুন মিয়া, ই-ব্লক ৯১৪নং শেডের ৩নং কক্ষের আরএসও জঙ্গী আব্দুর রাজ্জাক ও সি-ব্লকের ১৩নং শেডের ৩নং রুমের হারুন রিমান্ডে পুলিশী জিজ্ঞাসাবাদে আনসার ক্যাম্পে হামলাসংক্রান্ত আরএসও জঙ্গীগোষ্ঠীর সম্পৃক্ততার তথ্য দিয়েছে বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, ধৃত আসামিদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ঘটনায় জড়িত থাকাসহ বহু তথ্য দিয়েছে, যা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, মূলত রোহিঙ্গারা এ দেশের কয়েকজন কুখ্যাত ডাকাতকে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। ধৃত ডাকাত নুরুল আবছার ইতোপূর্বে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে। এটি তাদের পরিকল্পিত ঘটনা। টেকনাফ থানার ওসি আবদুল মজিদ বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অব্যাহত রয়েছে র‌্যাব, বিজিবি ও পুলিশের তৎপরতা। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক ভর্তির আবেদন ২৫ সেপ্টেম্বর শুরু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন অনলাইনে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ১৫ নবেম্বর ২০১৬ তারিখ ক্লাস শুরু হবে। বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ জুলাই ॥ গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া জঙ্গলমারা গ্রামে রবিবার ভোরে মশা মারা কয়েলের আগুনে পুড়ে রওশন আরা বেগম (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত রওশন আরা বেগম ওই গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী। জানা গেছে, রাতে খাওয়া শেষে নিজ ঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে রওশন আরা। কয়েলের আগুন বিছানাসহ ঘরে ছড়িয়ে পড়ে। এতে রওশন আরা ঘুমন্ত অবস্থায় থাকায় দগ্ধ হয়ে মারা যায়। ৬ মণ মরিচে ১ কেজি ইলিশ! নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৭ জুলাই ॥ আদমদীঘি উপজেলায় এবার কাঁচা মরিচের ঝাল কমে গেছে। অবিশ্বাস্য হারে পড়ে গেছে এই মরিচের দাম। ফলে ক্রেতারা এখন কাঁচা মরিচকে হরহামেশাই স্থানীয় ভাষায় ‘পত্তা’ নামে ডাকা শুরু করেছে। বিগত দিনে দেখা গেছে কাঁচা মরিচের দাম বেড়ে গেলে ক্রেতারা আসল নাম ধরেই বিক্রেতাকে জিজ্ঞাসা করত মরিচের কেজি কত। বর্তমান বাজার দর হিসেবে ৬ মণ মরিচ বিক্রির টাকায় মিলছে ১ কেজি ইলিশের দাম। বৃক্ষমেলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সপ্তাহব্যাপী ফল ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মৃনাল কান্তি দাস এমপি। জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অধ্যাপক ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন ডাঃ শহিদুল ইসলাম, হুমায়ুন কবির, হোসাইন মোহাম্মদ নিশাদ, জেলা কৃষক লীগ সভাপতি মহসিন মাখন ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল প্রমুখ।
×