ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে অন্তিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ জুলাই ২০১৬

রূপগঞ্জে অন্তিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার রফতাতিমুখী অন্তিম নিটিং ডাইং এ্যান্ড ফিনিশিং ও অন্তিম নিট কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। উচ্ছৃঙ্খল শ্রমিকদের কারণে উৎপাদন ব্যাহত, নিরীহ শ্রমিকসহ কর্মচারী-কর্মকর্তাদের হুমকি-ধমকি ও নিরীহ শ্রমিকদের বের করে দিয়ে কাজ বন্ধ করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে রবিবার সকালে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেন। কারখানা কর্তৃপক্ষ জানায়, রফতানিমুখী অন্তিম নিটিং ডাইং এ্যান্ড ফিনিশিং ও অন্তিম নিট কম্পোজিট কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। গত ছয় মাস ধরে বহিরাগতদের মদদে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক বিভিন্ন অজুহাতে প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যাহত করে ও কর্ম পরিবেশ নষ্ট করে আসছে। বিশেষ করে গত রমজান মাসে প্রকট আকার ধারণ করে। এছাড়া নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে কাজও করতে চান। তবে শ্রমিক নেতাদের কথা না মানলে ক্ষতি হতে পারে। তাই বাধ্য হয়ে কারখানার কাজ বন্ধ করে দিয়েছেন। শ্রমিকরা সকালে এসে দেখতে পান কারখানার প্রধান গেটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার নোটিস সাঁটিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক এম আলী আকবর বলেন, বিরাজমান পরিস্থিতির সঠিক সমাধান চায় কর্তৃপক্ষ।
×