ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একতারপুরে বাউল আস্তানায় হামলা ॥ ২ নারীসহ ৩ ভক্ত আহত

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ জুলাই ২০১৬

একতারপুরে বাউল  আস্তানায় হামলা ॥  ২ নারীসহ ৩ ভক্ত আহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৭ জুলাই ॥ জীবননগরে বাউল তরিকাপন্থী সাধুগুরুর আস্তানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় সাধুভক্ত (আশেকান) দুই নারীসহ ৩ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে জীবননগর উপজেলার একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ ভবানীপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী রশিদা বেগম, কুষ্টিয়ার পোড়াদহ গ্রামের আব্দুর রহিম ও তার স্ত্রী বুলু বেগম। আহতদের চুয়াডাঙ্গা হাসপাতাল থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন এলাকা থেকে সাধুভক্তরা একতারপুর গ্রামে সাধুগুরু মন্টুর বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠান শেষে ওই আস্তানায় অনেকেই ঘুমিয়ে ছিলেন। এ সময় ১০-১২ দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আস্তানায় ঢুকে ভক্তদের এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
×