ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালী উপকূলে রিং বাঁধ নির্মাণে অনিয়ম

প্রকাশিত: ০৪:৩২, ১৮ জুলাই ২০১৬

বাঁশখালী উপকূলে রিং বাঁধ নির্মাণে  অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৭ জুলাই ॥ রবিবার ঘূর্ণিঝড় রোয়ানুর তা-বে বিধ্বস্ত খানখানাবাদ রিং বাঁধ নির্মাণ কাজ এলাকার ছকিনা বেগম বলেন, স্যার ‘আঁরা রিলিপ ন চাই, বাঁচিবাল্যাই চাই। আঁরার বাড়ি ভিটা রক্ষা গরির ন পারির। তুয়ানে জোয়ারে আঁরার পানির মধ্যে ভাসি থাগি। অনে পাইলল্যে বেড়িবাঁধ দিবিল্যা সরকাররে হন...না।’ বর্তমান সরকার উপকূলবাসীকে রক্ষার জন্য প্রাথমিকভাবে রিং বাঁধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। আর তা নিয়ে ছিনিমিনি খেলছে রিং বাঁধ নির্মাণকারী ঠিকাদার। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা উপজেলার খানখানাবাদ ইউনিয়ন। সে এলাকায় ২৫শ’ ১৭ মিটার বেড়িবাঁধ দুই কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে রিং বাঁধ নির্মাণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। রিং বাঁধ নির্মাণকারী প্রতিষ্ঠান মোস্তফা এ্যান্ড সন্সকে কাজের দায়িত্ব দেয়া হয়। এই রিং বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতি চলছে বলে অভিযোগ স্থানীয়দের। নির্মাণকারী প্রতিষ্ঠান নিজে কাজ না করে স্থানীয় চারটি সাব ঠিকাদারকে কাজের ভার দেয়। এদের মধ্যে দলীয় কোন্দল দীর্ঘদিন যাবত বিদ্যমান। সেই কোন্দলকে কেন্দ্র করে শনিবার দুপুরে সাব ঠিকাদার গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সাব ঠিকাদারদের কোন্দলের কারণে রিং বাঁধ নির্মাণ কাজ ভেস্তে যেতে বসেছে। পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জেলার উপ-সহকারী ধীমান চৌধুরী জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের তদারকিতে রিং বাঁধ নির্মাণ করা হচ্ছে। সেখানে কোন অনিয়ম হয়নি। তবে স্থানীয় ঠিকাদারদের মধ্যে অন্তঃকোন্দল থাকতে পারে।
×