ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জঙ্গীর তালিকা পুলিশের হাতে ॥ জেলে আছে ১১

প্রকাশিত: ০৪:২৯, ১৮ জুলাই ২০১৬

চট্টগ্রামে জঙ্গীর তালিকা পুলিশের হাতে ॥ জেলে আছে ১১

হাসান নাসির, চট্টগ্রাম অফিস ॥ রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জে শোলাকিয়ায় হত্যাকা-ের পর নড়েচড়ে উঠেছে চট্টগ্রাম পুলিশ। কোন ঘটনা ঘটার পূর্বেই জঙ্গীদের গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা গ্রহণে সক্রিয় পুলিশ প্রশাসন। সে লক্ষ্যে চলছে জঙ্গীদের তালিকা প্রস্তুত ও একইসঙ্গে চিরুনি অভিযানের মধ্য দিয়ে তাদের খুঁজে বের করে পাকড়াও করার প্রক্রিয়া। চট্টগ্রামে জঙ্গীদের মধ্যে জেএমবির চেয়েও আনসারুল্লাহ বাংলা টিমের (এটিবি) সদস্য বেশি বলে বেরিয়ে এসেছে পুলিশের তদন্তে। এ পর্যন্ত অর্ধ শতাধিক জঙ্গীর তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১১ জন কারাগারে, বাকিদের ধরার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা যায়, থানাওয়ারি প্রস্তুত করা হয়েছে জঙ্গীদের তালিকা। সে অনুযায়ী তাদের ধরতে তৎপর রয়েছে পুলিশ। অতিসম্প্রতি পৃথক অভিযানে সাত জঙ্গীকে গ্রেফতার করা হয়েছে, যাদের প্রায় সকলেরই বাড়ি সীতাকু- উপজেলায়। সীতাকু-ের বাড়বকু-ে অবস্থিত চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সে কর্মরত চীনা নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা ছিল তাদের। এ নাশকতার পথে তারা অনেকদূর এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশী অভিযানে গ্রেফতার হওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। ঘটনা ঘটার আগেই জঙ্গীদের বিরুদ্ধে কার্যকর অভিযান চালিয়ে তাদের সকলকে ধরতে চায় পুলিশ।
×