ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসের ভয়ে অষ্টগ্রামের এক পরিবার বাড়িছাড়া

প্রকাশিত: ০৪:২৯, ১৮ জুলাই ২০১৬

সন্ত্রাসের ভয়ে অষ্টগ্রামের এক পরিবার বাড়িছাড়া

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৭ জুলাই ॥ হাওড় অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলায় সন্ত্রাসীদের ভয়ে সংখ্যালঘু পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছে। অপরদিকে পরিবারটির স্কুলপড়ুয়া মেয়ে সন্ত্রাসীদের হাত থেকে ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে জেলা শহরে এসে স্থানীয় শহর সমবায় সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারের অভিভাববক সুবোধ চন্দ্র দাস এমন অভিযোগ করেছেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ৬ জুলাই পূর্বশত্রুতার জেরে অষ্টগ্রামের ইকুরদিয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার সত্যেন্দ্র চন্দ্র দাস ও তার লোকজন একই এলাকার সুবোধ চন্দ্র দাসের বাড়িতে ঢুকে তার বৃদ্ধা মা, স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের বেদম মারপিট করে এবং জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ বিষয়ে সুবোধ দাস বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন। এদিকে হামলায় আহতরা অষ্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ফাঁকা বাড়িতে আসামিরা সুবোধের স্কুলপড়ুয়া মেয়ে জবা রানীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়। এ অবস্থায় জবা রানী ৯ জুলাই রাতে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে এ বিষয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়। নিহত জবা এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনার পর সুবোধ দাস ও তার পরিবারের লোকজন সন্ত্রাসীদের অব্যাহত হুমকি ও ভয়ে বাড়িতে যেতে পারছেন না।
×