ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় তালিকাভুক্ত ১৮ জেএমবি সদস্যকে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ০৪:২৯, ১৮ জুলাই ২০১৬

নওগাঁয় তালিকাভুক্ত ১৮ জেএমবি সদস্যকে খুঁজছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ জুলাই ॥ দেশের বিভিন্ন স্থানে জঙ্গী হামলার ঘটনায় নওগাঁর তালিকাভুক্ত ১৮ জেএমবি সদস্যকে খুঁজছে পুলিশ। ইতোমধ্যেই তাদের ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের এপ্রিল মাসে নওগাঁ জেলার আত্রাই ও রানীনগর উপজেলা এলাকায় উত্থান ঘটে জামায়াতুল মুজাহিদীন অব বাংলাদেশ (জেএমবি) নামে জঙ্গী সংগঠনের। তখন তাদের বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতন, মারপিট, লুটপাটসহ অন্তত ১৮টিরও বেশি মামলা দায়ের করা হয়। এসব মামলার অধিকাংশ আসামি ধরা পড়লেও তালিকাভুক্ত ১৮ জেএমবি সদস্য এখনও পালিয়ে বেড়াচ্ছে। অভিযোগ রয়েছে, এদের কেউ কেউ ক্ষমতাসীন রাজনৈতিক দলের কতিপয় নেতার ছত্রছায়ায় বহাল তবিয়তে রয়েছেন। এ ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক তদন্ত ও গ্রেফতারের স্বার্থে পলাতক জেএমবি সদস্যদের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করে বলেন, পলাতক জেএমবি সদস্যদের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশে পাড়ি জমিয়েছেন। অন্যদের ধরতে প্রয়োজনে তাদের পরিবার ও আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে। তিনি আরও জানান, সম্প্রতি দেশব্যাপী চলা বিশেষ অভিযানে জেলার ১৬ জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ২০০৪ সালের ১৯ মে আত্রাই-রানীনগরে সর্বহারা দমনের নামে শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের নেতৃত্বে জেএমবির জঙ্গী দলের আবির্ভাব ঘটে। প্রায় ৩ মাসেরও বেশি সময় ধরে চলা ওই জঙ্গী বাহিনীর তা-বে অত্র এলাকায় প্রাণ হারায় বহু মানুষ। অনেকে পঙ্গুত্ব বরণ করে আজও ধুঁকে ধুঁকে বেঁচে আছেন।
×