ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এমরানের একক এ্যালবাম ‘তুমি বল বৃষ্টি’

প্রকাশিত: ০৪:২৬, ১৮ জুলাই ২০১৬

এমরানের একক এ্যালবাম ‘তুমি  বল বৃষ্টি’

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ৩০ জুন রিলিজ হয়েছে শিল্পী ডাঃ এমরান এইচ সরকারের একক এ্যালবাম ‘তুমি বল বৃষ্টি’। জি সিরিজের ব্যানারে প্রকাশ হওয়া এ এ্যালবামে গান রয়েছে মোট সাতটি। সাতটি গান রচনা ও সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ডাঃ এমরান এইচ সরকার। এ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব মিত্র। এ্যালবামে স্থান পাওয়া গানগুলো হলো-‘অবাক স্বপ্নচুরি’, ‘তুমি বল বৃষ্টি’, ‘জানালার ওপাশে’, ‘শ্রাবণ রাতে’, ‘প্রথম সকাল’, ‘রাতের একলা তারা’, ‘কখনও তুমি’ প্রভৃতি। প্রসঙ্গত, ভিন্ন পেশায় থেকেও সাহিত্য-সংস্কৃতি অঙ্গনকে হৃদয়ে ধারণ করে প্রতিভার স্বাক্ষর রেখেছেন চিকিৎসক ডাঃ এমরান এইচ সরকার। ছোটবেলা থেকেই গানের প্রতি তার দুর্বার আকর্ষণ ছিল। সিলেট মেডিক্যালে পড়ার সময় সিলেটের সর্বজন শ্রদ্ধেয় অনুদার কাছে গিটার ও গানের তালিম নেয়া এমরান ক্যাম্পাস ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে গিটার বাজিয়ে গান গেয়ে দর্শক মাতিয়েছেন। বন্ধুদের পারিবারিক অনুষ্ঠানে গিটার বাজিয়ে গান গাইতে এমরান হয়ে ওঠেন অপরিহার্য। তিনি একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার। ২০১৪ সালে ঢাকায় বারডেমে উচ্চতর প্রশিক্ষণ নেয়ার সময় দুটি মিক্সড এ্যালবাম করেছেন এ গুণী চিকিৎসক। এর মধ্যে ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত অরিনের সঙ্গে ডুয়েট গান গেয়ে তিনি পরিচিতি পান। এছাড়া এ্যালবামের কয়েকটি গান জনপ্রিয়তা পায়। গত বছর ‘নিরাপদ সড়ক চাই’-এর মহাসমাবেশে গিটার বাজিয়ে গান গেয়ে দর্শক মাতিয়েছিলেন তিনি। শিল্পীর প্রত্যাশা, নতুন এ্যালবামের গানগুলো শ্রোতাদের ভাল লাগবে।
×