ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রভার নতুন ধারাবাহিক ‘সিনেমাওয়ালা’

প্রকাশিত: ০৪:২৫, ১৮ জুলাই ২০১৬

প্রভার নতুন ধারাবাহিক ‘সিনেমাওয়ালা’

সংস্কৃতি ডেস্ক ॥ সাদিয়া জাহান প্রভা অভিনীত নতুন ধারাবাহিক ‘সিনেমাওয়ালা’ আজ থেকে এনটিভিতে প্রচার শুরু হচ্ছে। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৯-৪৫ মিনিটে প্রচার হবে। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকে আরও অভিনয় করেছেন, শ্যামল মওলা, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, শাহেদ আলী, আরফান আহমেদ, পুনম হাসান জুঁই, সোনিয়া হোসেন, মীম, শাহানা সুমী, সুমন আনোয়ার, আমানুল হক হেলাল প্রমুখ। নাটকে দেখা যাবে- বাবা-মার অসহযোগিতা আর স্কুলজীবনে বিয়ে হওয়া স্বামীর ডিভোর্স লেটার হাতে নিয়ে ঢাকায় গ্র্যাজুয়েশন করতে আসে হেনা। কলেজের লেখাপড়া শেষ করে বাকি সময়টা টিউশনি করে চলে যায় হেনার। একদিন পত্রিকার একটা সুন্দরী প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে এসএমএস করে সেখানে। মাস ছয়েক পর ওই সুন্দরী প্রতিযোগিতার সেরা সুন্দরী হয় হেনা। তারপর নাটক, বিজ্ঞাপন এবং ইদানীং চলচ্চিত্রে অভিনয় করে বছর পাঁচের মধ্যেই গ্ল্যামার ওয়ার্ল্ডের আলোচিত নায়িকা হয়ে উঠে, হেনা হয়ে যায় হীরা। হীরা আজ গ্ল্যামার জগতের আইকন, পেছনের ফেলে আসা জীবনের অনিশ্চয়তা, কষ্ট, দুঃখ ভুলে যায় লাইট, ক্যামেরা- এ্যাকশনে। হীরার বাবা-মা, চেনা পরিচিত বন্ধু, কাছের-দূরের আত্মীয়স্বজন এমনকি তালাক দিয়ে দেয়া স্বামীও হীরার জীবনে ফিরে আসতে চায়, হীরার পাশে থাকতে চায়, লোভী হয়ে ওঠে হীরার পুরনো পরিচিত মানুষজন। অন্যদিকে হীরা ভালবাসে তার গাড়ির ড্রাইভার কুদ্দুসকে, পরবর্তীতে আবিষ্কার হয় কুদ্দুসের আসল পরিচয়, ব্যবসায়ী রাব্বীই কুদ্দুস নামে হাজির হয়েছিল হীরার বাড়িতে। এগিয়ে যায় নাটকের কাহিনী।
×